আপনি কি রেডমি ফোনের ভক্ত? বাজেটের মধ্যে নতুন রেডমি ফোন খোঁজ করছেন? তাহলে ফ্লিপকার্ট ভ্যালেন্টাইনস ডে সেলের অফার কাজে লাগাতে পারেন। এই মুহূর্তে ই-কমার্স সাইটে Redmi 13 5G স্মার্টফোনের একটি বিশেষ কালার ভ্যারিয়েন্ট ৩২ শতাংশ ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। এর সাথে আছে ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফার। আবার ডিভাইসটি ইএমআই অফারে কেনা যাবে। ফিচারের কথা বললে Redmi 13 5G ফোনে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০৩০ এমএএইচ ব্যাটারি ও ৬.৭৯ ইঞ্চি ডিসপ্লে।
Redmi 13 5G ফোনের উপর বাম্পার ডিসকাউন্ট অফার
রেডমি ১৩ ৫জি এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ১৭,৯৯৯ টাকা। তবে এর হাওয়াইআন ব্লু কালার ভ্যারিয়েন্ট ফ্লিপকার্ট সেলে ৩২ শতাংশ ডিসকাউন্টে মাত্র ১২,১৭৮ টাকায় কেনা যাবে। আবার এইচডিএফসি, ব্যাঙ্ক অফ বরোদা, কানারা সহ আরও বেশ কয়েকটি ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্টে ১২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।
আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে রেডমি ১৩ ৫জি কিনলে ৬০৯ টাকা ডিসকাউন্ট মিলবে। শুধু তাই নয়, পুরানো ফোন বদলে এটি কিনতে চাইলে ৪,৬৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আবার ব্যাঙ্ক অফ বরোদার কার্ডে ৩৬ মাসের ইএমআই সুবিধা দেওয়া হচ্ছে।
Redmi 13 5G ফিচার ও স্পেসিফিকেশন
রেডমি ১৩ ৫জি ফোনে আছে ৬.৭৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৫৫০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন। আর পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ২ এই প্রসেসর। এটি হাইপার ওএস কাস্টম স্কিনে চলবে, যা দুটি বড় অ্যান্ড্রয়েড আপডেট পাবে।
ফটোগ্রাফির জন্য রেডমি ১৩ ৫জি ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর ডিভাইসটি ৫০৩০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।