ধামাকা সেলে সংস্তায় Realme-র 5G স্মার্টফোন, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ আছে বড় ব্যাটারি

আপনি যদি ১৫ হাজার টাকারও কমে নতুন ফোন কিনতে চান তাহলে আইপি৬৯ ধূলো এবং জল প্রতিরোধের রেটিং সহ আসা Realme 14X 5G বেছে নিতে পারেন। ই-কমার্স সাইট ফ্লিপকার্টে ডিভাইসটি কম দামে পাওয়া যাচ্ছে। এতে আছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৬০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। Realme 14X 5G স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন অফারে ১৪,৯৯৯ টাকায় তালিকাভুক্ত।

আবার ফ্লিপকার্ট ভ্যালেন্টাইনস ডে সেলে এর সাথে ১ হাজার টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ছাড়ে ফোনটি ১৪ হাজার টাকারও কম দামে কেনা যাবে। আর ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে ক্রেতারা ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন। শুধু তাই নয়, এক্সচেঞ্জ অফারে রিয়েলমি ১৪এক্স ৫জি ফোনটি ৯,৪০০ টাকা পর্যন্ত ছাড়ে কেনা যাবে। আসুন ডিভাইসটির বিশেষত্ব জেনে নেওয়া যাক।

Realme 14X 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন

রিয়েলমি ১৪এক্স ৫জি ফোনে ৭২০ x ১৬০৪ পিক্সেল রেজোলিউশনের ৬.৬৭ ইঞ্চি HD+ ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের পিক ব্রাইটনেস লেভেল ৬২৫ নিট। পারফরম্যান্সের জন্য ডিভাইসে ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য আছে এলইডি ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।

আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য Realme 14X 5G স্মার্টফোনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই হ্যান্ডসেটে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ কাস্টম স্কিনে চলে।

সাউন্ডের জন্য এতে আছে হাই-রেজোলিউশন সার্টিফাইড অডিও। কানেক্টিভিটির জন্য এতে 5G, ডুয়েল 4G VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৩, জিপিএস এবং একটি ইউএসবি টাইপ সি পোর্টের মতো বিকল্প উপস্থিত।