Disney+Hotstar এবং JioCinema একত্রিত হওয়ার খবর কার্যত নিশ্চিত। কারণ সম্প্রতি টাটা মহিলা IPL সম্প্রচার নিয়ে বড় ইঙ্গিত দিল কোম্পানি। দুই কোম্পানির যৌথ চ্যানেলের নাম হতে পারে JioHotstar। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে এই একত্রিত হওয়ার খবর নিয়ে ব্যাপক জলঘোলা হয়েছে। গত বছর নভেম্বরে, Reliance, Disney এবং Viacom18 একত্রিত হওয়ার বিষয়ে একটি যৌথ অবস্থান নেয়। যদিও নিশ্চিত করা হয়নি সেই সময়।
এই খবরটি সম্প্রতি আরও একবার শিরোনামে উঠে এসেছে। কারণ Disney Star সম্প্রতি তাদের এক্স প্ল্যাটফর্মে একটি টিজার প্রকাশ করে ক্যাপশনে লিখেছে, “নতুন যুগের সূচনা”। এর অর্থ হতে পারে যে দুই কোম্পানি অবশেষে মিশে যেতে চলেছে। সূত্রের দাবি, JioCinema এবং Hotstar শীঘ্রই JioHotstar নামে কন্টেন্ট স্ট্রিমিং শুরু করতে পারে। প্রসঙ্গত, শুরুর দিকে JioStar নামটি সামনে এসেছিল।
এই ঘোষণার পাশাপাশি JioCinema তার সাবস্ক্রিপশন মডেলেও পরিবর্তন আনতে পারে। তার জোরালো সম্ভাবনা রয়েছে। অনেকে মনে করছেন, JioCinema থেকে JioHotstar এ রূপান্তরিত হওয়ার জন্য এই পরিবর্তনগুলি করা হতে পারে। শুধু তাই নয়, আসন্ন টাটা মহিলা আইপিএল সম্প্রচার নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারে কোম্পানি।
একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, যে Star Sports নেটওয়ার্কের পাশাপাশি JioHotstar চ্যানেলে দেখা যাবে টাটা মহিলা আইপিএল। সম্প্রতি Disney+Hotstar, JioCinema Originals এবং Colors Rishtey যুক্ত করেছে নিজেদের প্ল্যাটফর্মে। অর্থাৎ, দুই কোম্পানির মিশে যাওয়ার ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা।
JioHotstar আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হলে, Disney Original, Marvel, Nat Geo, Star Wars, Warner Bros, HBO, Max Original, Colors- সহ একাধিক প্ল্যাটফর্মের কন্টেন্ট উপভোগ করা যাবে এই অ্যাপে। এর পাশাপাশি খেলাধুলার মধ্যে ক্রিকেট, ফুটবল-সহ নানা টুর্নামেন্ট সম্প্রচার করা হতে পারে নতুন প্ল্যাটফর্মে।