মুখ্য সংবাদ

আপনার সঙ্গীর পছন্দ হবেই, ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে সেরা ১০ গ্যাজেট গিফট আইটেম

Published on:

Valentines day best 10 gadgets gift for your partners

Valentines Day Gifts: ভালোবাসা দিবসে উপহার দেওয়া-নেওয়া একটি প্রথা হয়ে দাঁড়িয়েছে। যে প্রথা জুড়ে রয়েছে শুধু আদর, প্রেম এবং ভালোবাসা। আজকালকার দিনে প্রিয়জনকে কী উপহার দেওয়া যায় তা নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে। তবে আপনি যদি আপনার ভালোবাসাকে একটি ব্যবহারিক কিছু উপহার দেন, তাহলে আনন্দ আরও বেড়ে যায়। এক্ষেত্রে তাকে কয়েকটি সেরা গ্যাজেট উপহার দিতে পারেন, যা পেয়ে বেশ খুশি হবেন প্রিয়জন।

ভ্যালেন্টাইন্স ডে’তে সঙ্গীকে দিতে পারেন এই ১০ গ্যাজেট

স্মার্টওয়াচ
গেমিং অ্যাক্সেসরিজ
হেডফোন ও ইয়ারফোন (মিউজিক ভালোবাসলে)
দৈনন্দিন ব্যবহারের জন্য গ্যাজেট
কার অ্যাক্সেসরিজ
স্মার্ট হোম অ্যাসিস্ট্যান্ট
স্মার্টফোন ক্যামেরা লেন্স কিট
স্ট্রিমিং ডিভাইস
পোর্টেবেল মিনি প্রোজেক্টর
ব্লুটুথ ট্র্যাকার

উপরোক্ত প্রত্যেকটি ডিভাইস আপনার দৈনন্দিন নানা কাজে ব্যবহার হতে পারে। যেমন ধরুন, হেডফোন বা ইয়ারফোন। সঙ্গী যদি গান শুনতে ভালোবাসে তাহলে তাকে নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তির একটি ভালো ইয়ারবাড উপহার দিতে পারেন। আবার তার যদি গাড়ি থাকে, তাহলে চার চাকায় ব্যবহার হয় এমন অ্যাক্সেসরিজ উপহার দিতে পারেন।

এছাড়াও, ফটোগ্রাফির শখ থাকলে স্মার্টফোন ক্যামেরা লেন্স কিট দিতে পারেন। বাড়িতে বসে সিনেমা দেখার জন্য দারুন বিকল্প পোর্টেবেল মিনি প্রোজেক্টর। আপনার সঙ্গীর যদি ভুলে যাওয়ার শখ থাকে, অতীতে মানিব্যাগ, লাগেজ বা কোনও পণ্য ভুলে হারিয়ে গিয়ে থাকে, তাহলে তাকে অবশ্যই একটি ব্লুটুথ লোকেশন ট্র্যাকার উপহার দিতে পারেন।

এই ডিভাইসগুলি অনলাইন ও অফলাইন দু’জায়গাতেই পাওয়া যাবে। কিছু কিছু ডিভাইসের দাম পড়বে ১০০০ টাকারও কম এবং Blinkit বা BigBasket এর মতো কুইক ই-কমার্স অ্যাপ থেকে ১০ মিনিটে ডেলিভারি পেতে পারেন।