মোবাইল

7,000mah ব্যাটারির বিশাল ফোন আনছে Redmi, একবার চার্জ দিলে ভাবতে হবে না সারাদিন

Published on:

Redmi K80 ultra may feature 7000mah battery

রিয়েলমি থেকে শুরু করে ওয়ানপ্লাস, ভিভোর মতো চাইনিজ ব্র্যান্ডগুলি তাদের লেটেস্ট ফোনে শক্তিশালী ব্যাটারি ব্যবহার করছে। এবার সেই পথে হাঁটতে চলেছে চীনের আরেক টেক জায়েন্ট শাওমি। আসন্ন Redmi K80 Ultra ফোনটিতে MediaTek-এর Dimensity 9400+ প্রসেসর থাকতে পারে। তবে এটির আসল আকর্ষণ হতে পারে বিশাল ব্যাটারি, যা ৭,০০০ এমএএইচ ছাড়িয়ে যাবে বলে জল্পনা শোনা যাচ্ছে।

তুলনা টানলে, স্ট্যান্ডার্ড K80 এবং K80 Pro উভয়ই প্রায় ৬,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। K80 মডেলটিতে ৯০ ওয়াট চার্জিং সহ ৬,৫০০ এমএএইচ সেল রয়েছে, যেখানে Pro ভার্সনে ৬,০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট বর্তমান। তবে পূর্বসূরীর সাথে তুলনা করলে তবেই আপগ্রেড বোঝা যাবে।

K70 Ultra ফোনটি ৫,৫০০ এমএএইচ সেল অফার করে, তাই এর উত্তরসূরীতে ৭,০০০ এমএএইচ অতিক্রম করা ব্যাটারি বিশাল আপগ্রেড হিসাবে গণ্য হবে। Redmi K80 Ultra এর ব্যাটারি বড় হওয়া সত্ত্বেও, এতে ১০০ দ্রুত চার্জের সমর্থন মিলবে বলে দাবি করা হয়েছে। ফোনটিতে ১.৫কে রেজোলিউশনের ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে যা একটি ওলেড প্যানেল হওয়ার সম্ভাবনা।

এই প্রিমিয়াম স্মার্টফোনে মেটালের মিডল ফ্রেম থাকবে বলে জানা গিয়েছে। এতে আল্ট্রাসনিকসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে যা অপটিক্যাল সেন্সরের থেকে আরও ভাল নির্ভুলতা ও নির্ভরযোগ্যতা প্রদান করবে। রেডমি গত বছর জুলাইতে Dimensity 9300 Plus প্রসেসর চালিত K70 Ultra প্রকাশ করেছিল। ফলে K80 Ultra এই বছরের প্রায় একই সময়ে লঞ্চ হবে বলে ধরে নেওয়া যায়।