মোবাইল

৬৫০০mAh ব্যাটারি সহ Vivo T4x ফোনে থাকবে এই পাওয়ারফুল প্রসেসর

Published on:

Vivo t4x with mediatek Dimensity 7300 processor launch soon

ভিভো শীঘ্রই টি-সিরিজের নতুন মিড রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। নতুন ফোনটি Vivo T4x নামে বাজারে আসবে। ইতিমধ্যেই ডিভাইসটি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে। আজ আবার এর প্রসেসর সম্পর্কে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী, Vivo T4x ফোনটি মিড রেঞ্জ প্রসেসর সহ ৭০০,০০০ এর বেশি আনটুটু স্কোর করেছে।

এর আগে একটি রিপোর্টে বলা হয়েছিল যে, ডিভাইসটি সেগমেন্টের বৃহত্তম ৬৫০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে এবং চলতি বছরের মার্চ মাসে লঞ্চ হবে। Vivo T4x এর দাম ১৫ হাজার টাকার নীচে রাখা হবে বলে অনুমান করা হচ্ছে। আসুন হ্যান্ডসেটটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল দেখে নেওয়া যাক।

Vivo T4x শক্তিশালী প্রসেসরের সাথে আসবে

আগামী মাসেই ভিভো টি৪এক্স লঞ্চ করতে পারে চীনা স্মার্টফোন ব্র্যান্ডটি। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই মাইস্মার্টপ্রাইস নতুন রিপোর্টে দাবি করেছে যে আসন্ন এই স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট থাকবে। এই প্রসেসরটি আনটুটু বেঞ্চমার্কে ৭২০,০০০ এরও বেশি স্কোর করেছে। উল্লেখ্য, ভিভো টি৪এক্স হবে Vivo T3x এর উত্তরসূরি, যা ২০২৪ সালে স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেটের সাথে লঞ্চ হয়েছিল।

এতে ৬৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে

ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্টে দাবি করেছে যে, ভিভো টি৪এক্স মডেলটি বড় ৬৫০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা টি৩এক্স এ থাকা ৬০০০ এমএএইচ ব্যাটারির তুলনায় উল্লেখযোগ্যভাবে বড়। নতুন মডেলটি প্রায় ৪৪ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথেও আসবে বলে আশা করা হচ্ছে। ভিভো টি৪এক্স দুটি কালারে লঞ্চ হতে চলেছে – মেরিন ব্লু এবং প্রোটো পার্পল। শুধু তাই নয়, এটি ডায়নামিক লাইটের সাথেও আসতে পারে, যা নোটিফিকেশন আসার সাথে সাথে জ্বলে উঠবে।

আবার সামনে বড় এলসিডি প্যানেলও থাকতে পারে, যা হাই রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই মডেলটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলবে।