বাজাজ তাদের পালসার মডেলের নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করার ঘোষণা করল। সংস্থার তরফে সিঙ্গেল চ্যানেল এবিএস (ABS) প্রযুক্তি-সহ Pulsar NS125 লঞ্চ করা হয়েছে। আপডেটেড মডেলটির দাম ১.০৭ ,০৫০ টাকা (এক্স-শোরুম) রেখেছে বাজাজ। দেশের বাজারে TVS Raider SX (দাম ১.০৪ লক্ষ) এবং ১ লক্ষ টাকা মূল্যের Hero Xtreme 125R-এর সঙ্গে প্রতিযোগিতা করবে নতুন Bajaj Pulsar NS125।
Bajaj Pulsar NS125 সিঙ্গেল-চ্যানেল ABS লঞ্চ হল
সিঙ্গেল-চ্যানেল এবিএস বৈশিষ্ট্যের অন্তর্ভুক্তি ছাড়া, Bajaj Pulsar NS125-এর সামগ্রিক ডিজাইন, ফিচার্স এবং হার্ডওয়্যার সেটআপ অপরিবর্তিত রয়েছে। পূর্বের এলইডি হেডলাইট, পেশীবহুল বডিওয়ার্ক, স্প্লিট সিট এবং সামগ্রিকভাবে স্লিম ডিজাইন ধরে রেখেছে। বহু বছর ধরে বিক্রি হলেও বাইকটির জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। নতুন নিরাপত্তা বৈশিষ্ট্যের উপস্থিতি আকর্ষণ আরও বাড়াবে বলে আশা করা যায়।
পারফরম্যান্সের কথা বললে, পালসার এনএস১২৫ মোটরসাইকেলে একটি ১২৫ সিসি, এয়ার কুলড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি ৮,৫০০ আরপিএম গতিতে ১১.৮ হর্সপাওয়ার এবং ৭,০০০ আরপিএমে ১১ নিউটন মিটার টর্ক উৎপাদনে সক্ষম। ইঞ্জিনটি ছয় গতির গিয়ারবক্সের সঙ্গে লিঙ্ক করা আছে।
পালসার এনএস১২৫ বাইকের কনসোলটি সম্পূর্ণ ডিজিটাল। এটি কল, এসএমএস এলার্ট, নেভিগেশন, এবং ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোন কানেক্টিভিটি অফার করে। ১২৫ সিসির স্টাইলিশ কমিউটার সেগমেন্টে, মডেলটির প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হিরো এক্সট্রিম ১২৫আর এবং টিভিএস রেইডার ১২৫। এই পালসার ও রেইডার অনেক দিন ধরে বাজারে থাকলেও, হিরোর বাইকটি নতুন স্বাদ এনেছে। ডিজাইন হায়ার সিসির বাইকের মতো। শুধু দেখতেই আকর্ষণীয় নয়, মাইলেজ এবং পারফরম্যান্সও প্রশংসার দাবি রাখে।