জিও এবং এয়ারটেল উভয় টেলিকম অপারেটর গ্রাহকদের প্রয়োজন অনুসারে প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যান অফার করে। আর এই দুই সংস্থার প্ল্যানের দাম এবং বৈধতা অনেকটা একই রকম। আজ আমরা Jio ও Airtel এর একই মূল্য এবং ভ্যালিডিটি সহ আসা দুটি প্ল্যানের মধ্যে তুলনা করবো। তবে এদের সুবিধার মধ্যে পার্থক্য আছে। আমরা কথা বলছি এয়ারটেল ও জিও-র ৮৫৯ টাকার প্ল্যানের কথা বলছি। আসুন এদের সুবিধাগুলি দেখে নেওয়া যাক।
Jio-এর ৮৫৯ টাকার প্ল্যান
এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। দাম এবং বৈধতার ভিত্তিতে প্ল্যানটির দৈনিক খরচ ১০.২২ টাকা। এই প্ল্যানে গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কল এবং ২ জিবি দৈনিক ডেটা (মোট ১৬৮ জিবি) পাবেন। এছাড়াও আপনার যদি 5G ফোন থাকে এবং আপনার এলাকায় জিও-এর 5G নেটওয়ার্ক উপলব্ধ থাকে, তাহলে আপনি আনলিমিটেড 5G ডেটা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে প্রতিদিন ১০০টি এসএমএস অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও এখানে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের সুবিধা দেওয়া হয়।
Airtel-এর ৮৫৯ টাকার প্ল্যান
এয়ারটেলের এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। দাম এবং বৈধতার ভিত্তিতে এই প্ল্যানের দৈনিক খরচ ১০.২২ টাকা। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কল সহ প্রতিদিন মাত্র ১.৫ জিবি ডেটা (মোট ১২৬ জিবি) পাবেন। এখানে প্রতিদিন ১০০ টি এসএমএস দেওয়া হয়। এর সাথে স্প্যাম কল এবং এসএমএস অ্যালার্ট, রিওয়ার্ডস মিনি সাবস্ক্রিপশন, অ্যাপোলো ২৪/৭ সার্কেল এবং ফ্রি হ্যালো টিউনের মতো সুবিধা আছে।
জিও নাকি এয়ারটেল কার প্ল্যান ভাল?
যেমনটা আমরা দেখলাম, একই দাম এবং ভ্যালিডিটি থাকা সত্ত্বেও প্ল্যানগুলির সুবিধার মধ্যে অনেক পার্থক্য আছে। জিও-র প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যাবে, যেখানে এয়ারটেলের প্ল্যানে দৈনিক মাত্র ১.৫ জিবি ডেটা দেওয়া হয়। অর্থাৎ জিও-র তুলনায় এয়ারটেলের প্ল্যানে ৪২ জিবি কম ডেটা পাওয়া যাবে। উপরন্তু, এয়ারটেলের প্ল্যানে আনলিমিটেড ৫জি ডেটাও দেওয়া হয় না।