আপনার যদি মোবাইল ফটোগ্রাফির শখ থাকে অথবা আপনি যদি সঙ্গীর জন্য দুর্দান্ত ক্যামেরার কোনো কিনতে চান তবে একটি রেডমি 5G ফোন বেছে নিতে পারেন। এটি ২৫ হাজার টাকার রেঞ্জে সেরা বিকল্প। রেডমির এই ডিভাইসে রয়েছে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। মাত্র ১৯ মিনিটেই স্মার্টফোনটি ফুল চার্জ হয়ে যাবে। আমরা কথা বলছি Redmi Note 13 Pro+ 5G সম্পর্কে। ফ্লিপকার্ট ভ্যালেন্টাইনস ডে সেলে এটি ৭০০০ টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্টে এই সেল আজ ১৪ ফেব্রুয়ারি মধ্যরাতে শেষ হবে।
Redmi Note 13 Pro+ 5G সেলে অনেক সস্তায় কেনার সুযোগ
ই-কমার্স সাইট ফ্লিপকার্টের ভ্যালেন্টাইনস ডে সেলে রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২৪,৯৯৯ টাকায় কেনা যাবে। উল্লেখ্য, এই ফোনটি ৩৩,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। তবে গত বছর এর দাম ২,০০০ টাকা কমানো হয়।
এদিকে রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি কেনার জন্য ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ৫% ক্যাশব্যাক পাওয়া যাবে। উপরন্তু, এর সাথে ২০,০০০ টাকা এক্সচেঞ্জ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক ফোনটির বেসিক স্পেসিফিকেশন।
Redmi Note 13 Pro+ 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
রেডমি নোট ১৩ প্রো প্লাস ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। এই ডিভাইসে ১২০ ওয়াট হাইপারচার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনের সঙ্গে চার্জার পাওয়া যাবে। ১৯ মিনিটেই ফুল চার্জ হবে ডিভাইসটি।
Redmi Note 13 Pro+ 5G এর ক্যামেরার কথা বললে, এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে OIS এবং EIS সহ ২০০ মেগাপিক্সেল Samsung ISOCELL HP3 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স পাওয়া যাবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।