মোবাইল

OnePlus Open 2 কেনার জন্য অপেক্ষা করছেন? বড় আপডেট দিল কোম্পানি

Published on:

OnePlus Open 2 will not launch in 2025 confirms

ওয়ানপ্লাস আজ নিশ্চিত করেছে যে, তারা চলতি বছরে অর্থাৎ ২০২৫ সালে কোনো ফোল্ডেবল ফোন লঞ্চ করবে না। অর্থাৎ ওপ্পো ফাইন্ড এন৫ এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে OnePlus Open 2 ডিভাইস বাজারে আসার খবরটি ভুয়ো বলেই ধরে নিতে হবে। উল্লেখ্য, ২০২৩ সালে সংস্থাটি তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন OnePlus Open লঞ্চ করেছিল। এরপর এর কয়েকটি স্পেশাল এডিশন বাজারে আনা হলেও উত্তরসূরি মডেল লঞ্চের বিষয়ে ওয়ানপ্লাস মুখ খোলেনি।

তবে এদিন একটি কমিউনিটি পোস্টে সংস্থার তরফে বলা হয়েছে যে, ” এবছর কোনো ফোল্ডেবল ফোন লঞ্চ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তবে এর পিছনে কোনো কারণ আছে কিনা তা পোস্টে খোলসা করা হয়নি।

Oppo Find N5 এর গ্লোবাল ভ্যারিয়েন্ট হিসাবে আসার কথা ছিল OnePlus Open 2 এর

ওপ্পো সম্প্রতি ঘোষণা করেছিল যে, আসন্ন ফাইন্ড এন৫ হবে বিশ্বের সবচেয়ে পাতলা বই স্টাইল ফোল্ডেবল ফোন। আর ওপ্পো ফাইন্ড এন৩ যেমন ওয়ানপ্লাস ওপেন নামে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল, তেমনি এন৫ এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে ওয়ানপ্লাস ওপেন ২ আসবে বলে মনে করা হচ্ছিল। তবে এই ভাবনায় জল ঢেলে দিয়েছে সংস্থার সাম্প্রতিক পোস্ট।

যদিও ওয়ানপ্লাস পুরোপুরি ফোল্ডেবল ফোনের বাজারে ছেড়ে আসছে না বলেই জানিয়েছে। কেবল সাময়িক সময়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের অনুমান স্যামসাং যেহেতু ফোল্ডেবল স্মার্টফোন বাজারের অধিকাংশটাই দখল করে আছে, ওয়ানপ্লাস এই বাজারে সুবিধা করে উঠতে পারছে না। তাই নতুন ভাবে কোনো চমক সহ ফেরত আসতে চাইছে ওয়ানপ্লাস।