মোবাইল

২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা সহ আসছে Vivo X300 সিরিজ, থাকবে বাঘা বাঘা চার মডেল

Published on:

Vivo x300 series may include four model including x300 pro mini ultra

নতুন বছরে অর্থাৎ ২০২৫ সালের প্রথম অর্ধে আমরা Vivo X200 Ultra ও X200s বাজারে আসতে দেখবো। এছাড়াও ব্র্যান্ডটি Vivo X Fold 4 এর উপর কাজ করছে, এটি বছরের মাঝামাঝি সময়ে আসবে। আর বছরের শেষ কোয়ার্টারে লঞ্চ হবে Vivo X300 সিরিজ। আজ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, এই সিরিজে মোট চারটি মডেল অন্তর্ভুক্ত থাকবে।

Vivo X300 সিরিজে কোন কোন স্মার্টফোন থাকবে

টিপস্টার একটি উইবো পোস্টে দাবি করেছেন যে, ভিভো এক্স৩০০ সিরিজে দুটি সস্তা ও দুটি টপ মডেল অন্তর্ভুক্ত থাকবে। সেক্ষেত্রে আমাদের অনুমান এই সিরিজের অধীনে Vivo X300, Vivo X300 Pro Mini, Vivo X300 Pro ও Vivo X300 Ultra বাজারে আসবে।

এক্ষেত্রে সস্তা মডেল বলতে ভিভো এক্স৩০০ ও প্রো মিনি মডেল দুটিকে টিপস্টার বুঝিয়েছেন, যেখানে ফ্লাট ডিসপ্লে থাকবে। আর বড় কোয়াড কার্ভড ডিসপ্লে সহ ভিভো এক্স৩০০ প্রো ও ভিভো এক্স৩০০ আল্ট্রা লঞ্চ হবে। টিপস্টার জানিয়েছেন, প্রথম দুটি মডেলে ছোট ফ্লাট ডিসপ্লে থাকার কারণ হার্ডওয়্যার ও ইন্টারনাল কম্পোনেন্টের সীমাবদ্ধতা।

ফলে আশা করা যায়, ভিভো এক্স৩০০ ও প্রো মিনি মডেলে ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা দেওয়া হবে না। কারণ এই সেন্সর যথেষ্ট বড় এবং এই দুই মডেলে ব্যবহার করা কঠিন। অর্থাৎ এই ক্যামেরা সেন্সর প্রো ও আল্ট্রা মডেলে থাকতে পারে।

টিপস্টারের এই দাবিগুলি এখন সত্যি হয় কিনা তা সময়ই বলবে। তবে কিছুদিন আগে একটি রিপোর্টে‌ বলা হয়েছিল আসন্ন এক্স সিরিজে তিনটি মডেল থাকবে – Vivo X300, Vivo X300 Pro ও Vivo X300 Ultra। প্রথম মডেলে ৬.৩১ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হবে, যেখানে পূর্বসূরি অর্থাৎ X200 তে ৬.৭ ইঞ্চি স্ক্রিন ছিল।