মোবাইল

পুরাই জোশ! Samsung Galaxy A36 নতুন ক্যামেরা ডিজাইন ও স্ন্যাপড্রাগন প্রসেসর সহ নিচ্ছে এন্ট্রি

Published on:

Samsung Galaxy A36 design camera island revealed from 360 degree render launch timeline

স্যামসাং শীঘ্রই গ্যালাক্সি A সিরিজের অধীনে বেশ কয়েকটি নতুন ফোন বাজারে আনতে চলেছে। যার মধ্যে অন্যতম Samsung Galaxy A36 ও Galaxy A56। সম্প্রতি প্রথম মডেলটির ৩৬০ ডিগ্রি রেন্ডার ফাঁস হয়েছে। টিপস্টার ইভান ব্লাস এই রেন্ডার শেয়ার করেছেন। যেখানে দেখা গেছে, গ্যালাক্সি এ৫৬ এর মতোই ক্যামেরা আইল্যান্ড ডিজাইন অফার করবে Galaxy A36। যেখানে এ৩৫ মডেলে ক্যামেরা লেন্সের জন্য আলাদা আলাদা কাটআউট ছিল। আর আসন্ন ডিভাইসটি চারটি কালারে পাওয়া যাবে।

Samsung Galaxy A36 সম্পর্কে কি কি জানা গেছে

টিপস্টারের দাবি সত্যি হলে, স্যামসাং গ্যালাক্সি এ৩৬ স্মার্টফোনে ৬.৬ ইঞ্চি ওলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। আবার ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এর প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেল হতে পারে। তবে অন্য দুটি সেন্সর সম্পর্কে কোনো তথ্য সামনে আসেনি।

এতে পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ চিপসেট ব্যবহার করা হবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Samsung Galaxy A36 কবে নাগাদ লঞ্চ হতে পারে

আশা করা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ৩৬ ও গ্যালাক্সি এ৫৬ একসঙ্গে লঞ্চ হবে। মার্চের মাঝামাঝি সময়ে এদের উপর থেকে পর্দা সরানো হবে। গ্যালাক্সি এ৩৬ ভারত, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যাবে।

Samsung Galaxy A35 এর স্পেসিফিকেশন ও ফিচার

আগের মডেল অর্থাৎ গ্যালাক্সি এ৩৫ ৬.৬ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে সহ এসেছিল। যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন অফার করে। এতে এক্সিনস ১৩৮০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে আইপি৬৭ জল প্রতিরোধী রেটিং ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।