টেলিকম

JioHotstar Free Subscription: বিনামূল্যে পাবেন জিও হটস্টার সাবস্ক্রিপশন, জানুন কীভাবে

Published on:

Jio Offering free JioHotstar subscription for selected users

জিও অবশেষে হটস্টারের সাথে হাত মিলিয়ে JioHotstar ওটিটি পরিষেবা নিয়ে এসেছে। ওয়েবসাইটের পাশাপাশি অ্যান্ড্রয়েড, আইওএস, আইপ্যাডওএস ও স্মার্ট টিভির জন্য জিও হটস্টার অ্যাপ লঞ্চ করা হয়েছে। এছাড়াও আনা হয়েছে তিনটি সাবস্ক্রিপশন প্ল্যান। ১৪৯ টাকা থেকে শুরু এই প্ল্যানগুলি তিন মাসের সাবস্ক্রিপশন অফার করবে। তবে কিছু ইউজার বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন পেতে পারেন। আসুন কারা এই সুবিধা পাবে।

JioHotstar সাবস্ক্রিপশন বিনামূল্যে কীভাবে পাবেন

জিও হটস্টার কোনো ট্রায়াল অফারের ঘোষণা করেনি। তবে কিছু শর্ত মানলে ফ্রিতে জিও হটস্টার সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন থাকলে

আপনার কাছে যদি ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন থাকে তাহলে আপনি বিনামূল্যে জিও হটস্টার সাবস্ক্রিপশন পেতে পারেন। তবে মনে রাখবেন যে, আপনার যতদিন ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন বাকি আছে ঠিক ততদিনের জিও হটস্টার সাবস্ক্রিপশন উপভোগ করা যাবে। উদাহরণস্বরূপ আপনার ১৮ দিন অবশিষ্ট থাকলে নতুন ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন ১৮ দিন পর্যন্ত উপভোগ করা যাবে।

জিও সিনেমা সাবস্ক্রিপশন থাকলে

ডিজনি প্লাস হটস্টার এর মতো আপনার কাছে জিও সিনেমার মাসিক বা বার্ষিক সাবস্ক্রিপশন থাকলেও আপনি বিনামূল্যে জিও হটস্টার সাবস্ক্রিপশন পাবেন। এখানেও অবশিষ্ট দিনগুলি নতুন অ্যাপে কাজে লাগানো যাবে।

মোবাইল বা ব্রডব্যান্ড প্ল্যান

জিও সিনেমা বা ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন অনেক মোবাইল ও ব্রডব্যান্ড প্ল্যানের সাথে পাওয়া যায়। এক্ষেত্রেও একই সাবস্ক্রিপশন জিও হটস্টারের জন্য প্রযোজ্য হবে।

তবে মনে রাখবেন যে, আপনার যে ফোন নম্বরে Disney+ Hotstar, JioCinema সাবস্ক্রিপশন ছিল। একই মোবাইল নম্বর দিয়ে JioHotstar অ্যাপে সাইনআপ করলে তবেই সুবিধা পাওয়া যাবে।