মোবাইল

ডুয়াল ডিসপ্লের স্টাইলিশ ফোন আনছে Motorola, লঞ্চের আগেই ফাঁস হল ছবি

Published on:

Motorola razr 60 ultra design leaked before launch

মটোরোলার Razr সিরিজ ফ্লিপ-স্টাইলের ফোল্ডিং ফোনের জন্য বেশ জনপ্রিয়। এই লাইনআপে শুধু ক্ল্যামশেল ডিজাইনের ফ্লিপ-ফোল্ড স্মার্টফোন লঞ্চ করে থাকে লেনোভোর মালিকানাধীন এই সংস্থা। চলতি বছরে এই সিরিজের অধীনে Razr 60 Ultra নামে একটি হাই-এন্ড মডেল বাজারে আসতে চলেছে। এটি এটি ইতিমধ্যেই ভারতে লঞ্চের অনুমোদন পেয়েছে। আনুষ্ঠানিক ঘোষণার আগেই, এখন Motorola Razr 60 Ultra-র ডিজাইন ও কালার অপশন ফাঁস হয়েছে।

Motorola Razr 60 Ultra ডিজাইন

অ্যান্ড্রয়েড হেডলাইনসের প্রকাশ করা রেন্ডারে Razr 60 Ultra ফোনটি গাঢ় সবুজ রঙে দেখা গিয়েছে। এটি Razr 50 Ultra-এর স্প্রিং গ্রিন কালার ভেরিয়েন্টের তুলনায় অন্যরকম দেখতে। রিয়ার প্যানেলে ভিগান বা আর্টিফিশিয়াল লেদার ফিনিশিং রয়েছে বলে অনুমান করা হচ্ছে।

উল্লেখ্য, পূর্ববর্তী মডেলের সমস্ত কালার অপশন এই ফিনিশিংয়ে উপলব্ধ ছিল। ছবিতে পূর্বসূরী মডেলের মতো, নতুন ফ্লিপ ফোনটির কভার ডিসপ্লে বেশ বড় দেখাচ্ছে। কভার স্ক্রিনের কোণায় ডুয়াল ক্যামেরা সেন্সর দৃশ্যমান। ফোনটি আরও কিছু রঙে বাজারে আসতে পারে। এছাড়া, সাইড ফ্রেমে হালকা চকচকে ভাব আছে।

Motorola Razr 60 Ultra স্পেসিফিকেশন

মোটোরোলার এই ফ্লিপ-ফোল্ডের পিছনের ডিসপ্লের দৈর্ঘ্য ৪ ইঞ্চি হবে বলে আশা করা হচ্ছে। এই স্ক্রিনে সমস্ত অ্যাপ খোলা যাবে। এমনকি ভিডিও গেমও খেলতে পারবেন। পাশাপাশি, নোটিফিকেশন এবং ফুল-স্ক্রিন কীবোর্ডের অ্যাক্সেস পাওয়া যাবে এতে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite প্রসেসর থাকতে পারে। এপ্রিলেই লঞ্চ হয়ে যাবে বলে আশা রাখা যায়।

সম্প্রতি ডিভাইসটি গিকবেঞ্চে হাজির হয়েছিল। এই বেঞ্চমার্ক প্ল্যাটফর্মের লিস্টিং অনুযায়ী, নতুন ফোনটি ১২ জিবি র‍্যাম ও অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে রান করবে। 8 Elite চিপটি কিন্তু পূর্বসূরী 8s Gen 3 প্রসেসরের থেকে অনেক বেশি শক্তিশালী। গত বছর Razr 50 Ultra লঞ্চ হয়েছিল ৯৯,৯৯৯ টাকায়। আপগ্রেড ভার্সনের দাম কেমন হবে সেটাই এখন দেখার বিষয়।