গত মাসে লঞ্চ হয়েছে Samsung Galaxy S25 সিরিজ। তার মধ্যে সবথেকে সস্তা বা বেস মডেল হল Galaxy S25। এআই ফিচার, নতুন ডিজাইন, ক্যামেরা ও প্রসেসরের নিরিখে কার্যত ঝড় তুলেছে S25 সিরিজ। তবে, ভারতে S25 এর সামনে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে Vivo X200। ফিচার ও ক্যামেরার নিরিখে এটিও দুর্দান্ত স্মার্টফোন। কারও বাজেট যদি ৮০,০০০ টাকার মধ্যে হয় তাহলে তার জন্য সেরা ফোন কোনটা? চলুন তুলনা দেখে নেওয়া যাক।
Samsung Galaxy S25 vs Vivo X200 : দাম
Galaxy S25 এর দাম শুরু ৮০,৯৯৯ টাকা থেকে। Vivo X200 এর দাম ৭৪,৯৯৯ টাকা। প্রায় ৬ হাজার টাকা সস্তা ভিভোর স্মার্টফোন।
Samsung Galaxy S25 বনাম Vivo X200 : ডিজাইন ও ডিসপ্লে
S24 এর মতোই S25 মডেলে রয়েছে গ্লাস বিল্ড ও অ্যালমুনিয়াম ফ্রেম। মিলবে গরিলা গ্লাস ভিক্টাস ২, ডিসপ্লে রয়েছে ৬.২ ইঞ্চি LTPO AMOLED, যা ২৬০০ নিটস পিক ব্রাইটনেস দেবে। অন্যদিকে, Vivo X200 ডিভাইসে রয়েছে গ্লাস বডি, অ্যালমুনিয়াম ফ্রেম এবং Schott Xensation Alpha সুরক্ষা। ডিসপ্লে রয়েছে ৬.৬৭ ইঞ্চি AMOLED এবং এর পিক ব্রাইটনেস লেভেল ৪৬০০ নিটস।
Samsung Galaxy S25 বনাম Vivo X200 : প্রসেসর ও ব্যাটারি
স্যামসাংয়ের ফোনে পাওয়া যাবে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর যা ১২ জিবি RAM ও ৫১২ জিবি স্টোরেজ সাপোর্ট করে। এই ডিভাইসের ব্যাটারি ক্যাপাসিটি ৪,০০০mAh। অপরদিকে, Vivo X200 এর প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ এবং ব্যাটারি ক্যাপাসিটি ৫,৮০০mAh।
Samsung Galaxy S25 বনাম Vivo X200 : ক্যামেরা
S25 মডেলে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা। প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেল, সঙ্গে ১০ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স এবং ১২ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা। ভিভোর ফোনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স।