মোবাইল

অবিশ্বাস্য অফার! মাত্র ৬২৯৯ টাকায় Samsung এর ৮ জিবি র‌্যামের ফোন, পাবেন ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

Published on:

Samsung Galaxy M05 entry level smartphone with 50mp camera now only rs 6299 after discount offer

আপনি যদি এন্ট্রি-লেভেল সেগমেন্টে সেরা ফোন কিনতে চান তাহলে অ্যামাজনে দুর্দান্ত ডিল পাওয়া যাচ্ছে। এই ডিলে Samsung Galaxy M05 লঞ্চের সময়ের চেয়ে অনেক কম দামে কেনা যাচ্ছে। এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট গত সেপ্টেম্বরে ৭,৯৯৯ টাকা দিয়ে লঞ্চ হয়েছিল। তবে এখন স্মার্টফোনটি অ্যামাজন ইন্ডিয়ায় মাত্র ৬,২৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়াও আপনি ফেডারেল ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ৪৭২ টাকা পাবেন।

অফার এখানে শেষ নয়! পুরানো স্মার্টফোন এক্সচেঞ্জ করে Samsung Galaxy M05 কিনতে চাইলে ৫,৯০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারে কত টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর। এর সাথে প্রায় ১৯০ টাকা ক্যাশব্যাকও দেওয়া হচ্ছে।

Samsung Galaxy M05 ফিচার এবং স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এম০৫ স্মার্টফোনে ৬.৭৪ ইঞ্চি PLS LCD প্যানেল আছে। এতে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। এই ফোনে ৪ জিবি পর্যন্ত র‌্যাম প্লাস ফিচারও সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই হ্যান্ডসেটে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা।

সেলফির জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফেস আনলক ফিচারের সাথে আসা এই ডিভাইসে 4G, Wi-Fi, ব্লুটুথ, ঐইপিএস, একটি ৩.৫মিমি হেডফোন জ্যাক এবং একটি ইউএসবি টাইপ সি পোর্টের মতো কানেক্টিভিটি অপশন উপস্থিত।