ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে, তবে বাড়েনি রিচার্জের দাম। উল্টে পরিষেবা আরও উন্নতি করার চেষ্টায় কমতি রাখা হচ্ছে না বলে দাবি ভারত সঞ্চার নিগম লিমিটেডের (BSNL)। সম্প্রতি একটি ৯০ দিনের প্রিপেইড প্ল্যান হাজির করেছে কোম্পানি, যা এই বাজারে বেশ সস্তা। এর পাশাপাশি দ্রুত ৪জি টাওয়ার স্থাপনের কাজও এগিয়ে নিয়ে যাচ্ছে বিএসএনএল। বেসরকারি টেলকোগুলির সঙ্গে লড়াইয়ে টিকে থাকতে যা ভীষণ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বেসরকারি অপারেটররা যেখানে তাদের রিচার্জের দাম বাড়িয়েছে, সেখানে রিচার্জের দাম অপরিবর্তিত রেখেছে BSNL। যার ফলে লক্ষ লক্ষ গ্রাহক BSNL-এর দিকে ঝুঁকছেন। সেই সব ব্যবহারকারীকে আকর্ষণ করার জন্য, ধারাবাহিকভাবে সাশ্রয়ী মূল্যের প্ল্যান আনছে কোম্পানি। কয়েকদিন আগে, BSNL একটি সাশ্রয়ী ৩৬৫ দিনের প্ল্যান চালু করেছে। এবার একটি ৯০ দিনের প্ল্যানও আনল বিএসএনএল।
সরকারি মালিকানাধীন কোম্পানিটি এক্স প্ল্যাটফর্মে নতুন এই রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। একটি পোস্টে BSNL বলেছে যে, মাত্র ৪১১ টাকায়, ব্যবহারকারীরা ৯০ দিনের জন্য প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা উপভোগ করতে পারবেন।
Speed meets savings!
Get 2GB/day of ultra-fast data for 90 days, all for just ₹411!
Stay connected, stay ahead. #BSNLIndia #BSNLPlans #UnlimitedCalls #ConnectingBharatAffordably pic.twitter.com/IWmIatkHme
— BSNL India (@BSNLCorporate) February 13, 2025
এই মুহূর্তে অন্য কোনও টেলিকম কোম্পানি ৯০ দিনের দীর্ঘ মেয়াদের সাথে এত কম দামে রিচার্জ প্ল্যান অফার করে না। তবে মনে রাখতে হবে যে, এটি একটি ডেটা ভাউচার প্ল্যান, যেখানে সীমাহীন কলিং অন্তর্ভুক্ত নেই। যদি আপনার ডেটার সাথে কলিং পরিষেবার প্রয়োজন হয়, তাহলে আপনি BSNL-এর অন্য কোনও রিচার্জ প্ল্যান বিবেচনা করতে পারেন। ৪১১ টাকার রিচার্জে ব্যবহারকারীরা মোট ১৮০ জিবি ডেটা পাবেন।