কম দামি এবং উন্নত মানের বাইকের জন্য জনপ্রিয় বাজাজ অটো। দেশে কোম্পানির একাধিক রেঞ্জের মোটরসাইকেল বিক্রি হয়। কিন্তু তার মধ্যে থেকে নির্দিষ্ট তিনটি বাইকের যদি আপনি শোরুমে যান, তাহলে হতাশ হয়ে ফিরতে হবে। কারণ চলতি বছরের শুরুতে তিন বাইক বন্ধ করে দিয়েছে বাজাজ অটো। এগুলি হল – পালসার F250, প্লাটিনা 110 ABS এবং CT 125X। এই তিন বাইকই বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল দু’চাকার মার্কেটে।
তিনটি বাইকের দাম
পালসার F250 এর দাম ছিল প্রায় ১.৫ লক্ষ টাকা। CT 125X এর দাম ছিল ৭৩,০০০ টাকা এবং প্ল্যাটিনা 110 ABS এর দাম ছিল প্রায় ৭৯,০০০ টাকা। যদিও কোম্পানি এই সিদ্ধান্তের জন্য কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। বাজারে গুঞ্জন, যে বিক্রির পরিসংখ্যান সন্তোষজনক না হওয়ার কারণে তিনটি মোটরসাইকেল বন্ধ করে দেওয়া হয়েছে।
এই দুটি কমিউটার মোটরসাইকেলেএর মধ্যে প্লাটিনা 110 ABS এবং CT 125X ছিল কমিউটার শ্রেণীর, অর্থাৎ দেশের মধ্যবিত্ত চালকরা নিত্য যাতায়াতের জন্য সবথেকে বেশি ব্যবহার করত। প্লাটিনা ১১০ এবিএস ছিল ১১০ সিসি বিভাগে প্রথম মডেল, যেখানে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS) দিয়েছিল বাজাজ। এর পাশাপাশি CT125X মডেলটি ১২৫ সিসি সেগমেন্টে একটি টেকসই ও উচ্চ মাইলেজ সম্পন্ন বাইক হিসাবে পরিচিত ছিল।
বিক্রি কমেছে পালসার 220F বাইকেরও
অন্যদিকে, সুপরিচিত মডেল পালসার 220F একই ধরণের সমস্যা মুখোমুখি হয়েছিল। বাজারে বাইকের বিক্রি তলানিতে নেমে গিয়েছিল। যার ফলে এটি বাজার থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় কোম্পানি। তবে এ কথা বলার অপেক্ষা রাখে না যে পালসার ব্র্যান্ডটি ভারতে অত্যন্ত জনপ্রিয়। ১২৫ সিসি থেকে ৪০০ সিসি পর্যন্ত মডেল রয়েছে পালসারের।