মোবাইল

ছোট পাটাকা বড় ধামাকা! OnePlus 13 Mini স্মার্টফোনে থাকবে ৬০০০mAh ব্যাটারি

Published on:

OnePlus 13 mini with 6000mah battery launching this april

ওয়ানপ্লাস ১৩ সিরিজের নতুন ফোন বাজারে আসছে।এই স্মার্টফোনের নাম OnePlus 13 Mini। গত কয়েকদিন ধরে নিয়মিত এর স্পেসিফিকেশন সামনে আসছে আসছে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন সম্প্রতি আবার জানিয়েছেন যে ব্র্যান্ডটি ২০২৫ সালের এপ্রিল মাসে ফোনটি লঞ্চ করতে পারে। এখন আবার ডিভাইসটির ব্যাটারি ক্যাপাসিটি জানা গেছে। আসুন ডিভাইসটি সম্পর্কে আপাতত কি কি ফাঁস হয়েছে জেনে নেওয়া যাক।

OnePlus 13 Mini স্মার্টফোনে আছে ৬০০০ এমএএইচ ব্যাটারি

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, আকারে ছোট হওয়া সত্ত্বেও ওয়ানপ্লাস ১৩ মিনিতে ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। তিনি বলেছেন যে, ওয়ানপ্লাস এবং ওপ্পো উভয়ই তাদের আসন্ন ফোনে বড় ব্যাটারি ব্যবহার করার জন্য কাজ করছে। এগুলিতে ৬৫০০ এমএএইচ থেকে ৭০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি ক্যাপাসিটি থাকবে। বছরের দ্বিতীয় অর্ধে এই ডিভাইসগুলি লঞ্চ হওয়ার সম্ভাবনা।

ওএলইডি ডিসপ্লে ও দুর্দান্ত ক্যামেরা সেটআপ থাকবে

এর আগে সামনে এসেছিল যে, ওয়ানপ্লাস ১৩ মিনি মডেলে পাতলা বেজেল সহ ১.৫কে রেজোলিউশনের ৬.৩ ইঞ্চি ওএলইডি এলটিপিও ডিসপ্লে পাওয়া যাবে। এতে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে একটি ৫০-মেগাপিক্সেল Sony IMX906 প্রাইমারি ক্যামেরা, একটি ৮-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩x অপটিক্যাল জুম সহ একটি ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে।

পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দেওয়া হবে এই হ্যান্ডসেটে। আবার OnePlus 13 Mini স্মার্টফোনে ওয়্যারলেস চার্জিং, অপটিক্যাল ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং গ্লাস ব্যাক প্যানেল থাকবে বলে জানা গেছে। আপাতত হ্যান্ডসেটটি সম্পর্কে এই তথ্যগুলি ফাঁস হয়েছে। আশা করা যায় এপ্রিলে লঞ্চের আগে এর সম্পর্কে আরও তথ্য প্রকাশ্যে আসবে।