আজ ১৭ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে Vivo V50। এর পাশাপাশি সংস্থাটি T সিরিজের নতুন ফোনের টিজার প্রকাশ করতে শুরু করেছে। এই আপকামিং ফোনের নাম Vivo T4x 5G। স্মার্টফোনটির মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে। এখান থেকে জানা গেছে যে, এই ভিভো ফোনটি সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি অফার করবে। এর ব্যাটারি ক্যাপাসিটি হতে পারে ৬৫০০ এমএএইচ। ডিভাইসটির দাম রাখা হতে পারে ১৫ হাজার টাকারও কম।
টিজার অনুযায়ী, Vivo T4x 5G আগামী ২০ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে। সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে যে এতে ডাইমেনসিটি ৭৩০০ চিপসেট থাকবে। এই ফোনটি ডায়নামিক লাইট এবং নোটিফিকেশন LED লাইট সহ আসতে পারে। এটি প্রোন্টো পার্পল এবং মেরিন ব্লু কালারে লঞ্চ হতে পারে। ডিভাইসটি সম্পর্কে আপাতত এই তথ্যগুলিই সামনে এসেছে। আশা করা যায় যে, এর স্পেসিফিকেশন Vivo T3x 5G এর মতো হবে।
Vivo T3x 5G এর বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন
ভিভো টি৩এক্স ৫জি স্মার্টফোনে ৬.৭২ ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল আছে। পাঞ্চ-হোল ডিজাইনের এই ডিসপ্লে ফুল HD+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর সর্বোচ্চ ব্রাইটনেস লেভেল ১০০০ নিটস হবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য হ্যান্ডসেটে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিনে চলে।