বাজেট ১৫ হাজার টাকা? এই রেঞ্জে স্যামসাংয়ের ৫জি ফোন কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সেরা ডিল নিয়ে চলে এসেছি আমরা। এই ডিলে Samsung Galaxy M35 5G কম দামে কেনা যাবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে এই ডিল পাওয়া যাচ্ছে। অফারের পর এর ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৬,৯৯৯ টাকায় ওয়েবসাইটে তালিকাভুক্ত আছে। তবে এর সাথে আপনি অতিরিক্ত ২ হাজার টাকা ডিসকাউন্ট অফার পাবেন। এই ছাড় পেতে আপনাকে এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে।
শুধু তাই নয়, Samsung Galaxy M35 5G স্মার্টফোনটি কেনার সময় স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ১০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এর সাথে আকর্ষণীয় ইএমআই অফারও দেওয়া হচ্ছে। এছাড়া পুরানো ফোন বদলে এক্সচেঞ্জ ডিসকাউন্ট মিলবে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ ভ্যালু কত টাকা পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।
Samsung Galaxy M35 5G ফিচার এবং স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনের সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর সর্বোচ্চ ব্রাইটনেস লেভেল ১,০০০ নিটস। ডিসপ্লে সুরক্ষার জন্য, গরিলা গ্লাস ভিক্টাস+ ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনোস ১৩৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।
এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি হ্যান্ডসেটে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ২৫ ওমাট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।