দেশজুড়ে দ্রুত গতিতে ৪জি নেটওয়ার্ক সম্প্রসারণ করছে BSNL। এই বছরের প্রথমার্ধের মধ্যে ১ লাখ ৪জি টাওয়ার বসানোর লক্ষ্য নিয়েছে কোম্পানি। ইতিমধ্যে ৬৫ হাজারের বেশি টাওয়ার বসিয়ে ফেলেছে বিএসএনএল। ব্যবহারকারীদের আরও ভালো অভিজ্ঞতা দিতে একাধিক সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান চালু করেছে টেলিকম অপারেটরটি। আজ এমন একটি রিচার্জ প্ল্যানের সন্ধান রইল, যেখানে দিনপ্রতি খরচ মাত্র ৫ টাকা।
BSNL-এর একটি উল্লেখযোগ্য প্রিপেইড প্ল্যান হল ১৮০ দিনের রিচার্জ প্ল্যান। প্রতিদিন ৫ টাকারও কম খরচে এই প্ল্যান রিচার্জ করতে পারেন। দাম ৮৯৭ টাকা। পাওয়া যাবে ১৮০ দিন বা ৬ মাস ভ্যালিডিটি। এর সঙ্গে মিলবে আনলিমিটেড আউটগোয়িং কল। এছাড়া, দিল্লি এবং মুম্বাইয়ের MTNL নেটওয়ার্ক-সহ ভারতজুড়ে বিনামূল্যে ইনকামিং কলের পাশাপাশি বিনামূল্যে রোমিং উপভোগ করতে পারবেন।
এই সুবিধাগুলি ছাড়াও, ব্যবহারকারীদের জন্য রয়েছে প্রতিদিন ১০০টি বিনামূল্যে এসএমএস এবং ৯০ জিবি হাই-স্পিড ডেটা, যা দৈনিক সীমা ছাড়াই ব্যবহার করা যেতে পারে। ডেটা সীমা অতিক্রম করার পরেও, ব্যবহারকারীরা ৪০ কেবিপিএসের গতিতে সীমাহীন ইন্টারনেট উপভোগ করতে পারবেন।
উল্লেখ্য, ভোডাফোন আইডিয়া (Vi) হল একমাত্র টেলকো, যারা ১৮০ দিনের মেয়াদের প্ল্যান অফার করে
কারণ অন্য দুটি বেসরকারি টেলিকম অপারেটরের কাছে একই রকম বিকল্প নেই। অন্যদিকে, BSNL সমস্ত মোবাইল ব্যবহারকারীদের জন্য BiTV-তে বিনামূল্যে টিভি দেখার সুযোগ করে দিয়েছে। ৪৫০টিরও বেশি লাইভ টিভি চ্যানেল উপভোগ করা যাবে, সঙ্গে বিভিন্ন OTT অ্যাপের সাবস্ক্রিপশনও অন্তর্ভুক্ত রয়েছে।
সম্প্রতি বিএসএনএল দুটি ভয়েস অনলি রিচার্জ প্ল্যানও লঞ্চ করেছে। যেখানে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। কিন্তু, ডেটা বা এসএমএস এর সুবিধা নেই। ৯৯ টাকা থেকে দাম শুরু এই রিচার্জ প্ল্যানগুলির।