মোবাইল

ফোনের জায়গা নিয়ে চিন্তার দিন শেষ! বিশাল স্টোরেজ থাকবে Realme-র নতুন স্মার্টফোনে

Published on:

Realme narzo 80 pro colors ram storage model number leaked before launching in india

গত বছর মার্চে Realme Narzo 70 সিরিজ ভারতে লঞ্চ হয়েছিল। ফলে এটির উত্তরসূরী Narzo 80 লাইনআপ চলতি বছর একই সময়ে আত্মপ্রকাশ করবে বলে অনুমান করা হচ্ছে। এমনকি ডিসেম্বরে Narzo 80 Ultra মডেলটির লঞ্চ টাইমলাইন, স্টোরেজ ভেরিয়েন্ট, ও কালার অপশন ফাঁস হয়েছিল। আর এখন Realme Narzo 80 Pro স্মার্টফোনের তথ্য অনলাইনে লিক হয়ে গিয়েছে।

৯১মোবাইলস তাদের রিটেল সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ভারতে Realme Narzo 80 Pro এর মডেল নম্বর RMX5033 হতে পারে। এটি তিনটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হবে – ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ও ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। ফোনটি রেসিং গ্রিন, স্পিড সিলভার এবং নাইট্রো অরেঞ্জ কালার অপশনে উপলব্ধ হবে।

উল্লেখ্য, যদি Narzo 80 Ultra লঞ্চ হয়, তাহলে নার্জো সিরিজের প্রথম আল্ট্রা ব্র্যান্ডেড স্মার্টফোন হবে এটি। আবার এমনিতেই কোনও ফোনের নামে ‘আল্ট্রা’ শব্দ থাকার অর্থ হল, সেটি একটি প্রিমিয়াম মডেল। এটি জানুয়ারিতে বাজারে আসার কথা থাকলেও লঞ্চ পিছিয়ে গিয়েছে। ফলে ঠিক কবে আত্মপ্রকাশ করবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

অন্যদিকে, রিয়েলমি পি সিরিজের আরও একটি ফোন ভারতে লঞ্চের কথা রয়েছে। Realme P3 Ultra নামের সেই মডেলটি ভারতে RMX5030 মডেল নম্বরের সঙ্গে আসবে বলে শোনা যাচ্ছে। ডিভাইসটি ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ ডিবি পর্যন্ত স্টোরেজ অফার করতে পারে। এটি একটাই কালারে উপলব্ধ হবে, আর সেটা হল গ্রে।