অটোকার

বলিউড স্টার জন আব্রাহামের হাত ধরে দেশে চলে এল Aprilia Tuono 457 মোটরসাইকেল

Published on:

aprilia-tuono-457-launched-at-rs-395-lakh-in-india

Aprilia Tuono 457 অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ভারতে লঞ্চ হল। এটি দেশের বাজারে এপ্রিলিয়ার সবচেয়ে সাশ্রয়ী মূল্যের মোটরসাইকেলের তকমা পেয়েছে। এতদিন ইতালিয়ান সংস্থাটির সবথেকে সস্তা বাইক, RS 457-এর থেকেও ২৫,০০০ টাকা কম দামে বাজারে মিলবে এটি। কিনতে খরচ হবে ৩.৯৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এটিও RS 457-এর মতো ভারতীয় বাজারে সুপারহিট বলে আশা করা যায়।

Aprilia Tuono 457 আসলে গত বছর ভারতে লঞ্চ হওয়া এপ্রিলিয়ার ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইক, RS 457-এর নেকেড ভার্সন। দুই বাইকের প্রথম পার্থক্য হল, ফেয়ারিং না থাকার কারণে ডিজাইন আলাদা। দ্বিতীয়, বাইকটির অভ্যন্তরীণ অংশে পরিবর্তন রয়েছে। তবে ইঞ্জিন স্পেসিফিকেশন অপরিবর্তিত থাকছে। পিরানহা রেড এবং পুমা গ্রে নামে দুই কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাচ্ছে এটি।

হাই-পারফরম্যান্সের জন্য, নেকেড বাইকটিতে ৪৫৭ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা সর্বোচ্চ ৪৬.৯ হর্সপাওয়ার ৪৩.৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এটি ছয় গতির গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। বি-ডিরেকশনাল কুইকশিফটার স্ট্যান্ডার্ড নয়। এটি অপশনাল রেখেছে কোম্পানি।

নেকেড বাইক হওয়ার কারণে Tuono 457 ফেয়ারিং আরও সোজা ও আরামদায়ক রাইডিং পজিশন অফার করে। সামনের অংশে, স্পোর্টি ট্রিপল ফুল-এলইডি হেডল্যাম্প ক্লাস্টার দুর্দান্ত লুক এনেছে। ফুল-এলইডি লাইটিং, ট্র্যাকশন কন্ট্রোল, রাইড মোড, স্মার্টফোন কানেক্টিভিটি, এবং কালার টিএফটি ডিসপ্লের মতো আকর্ষণীয় ফিচার্স পাওয়া যাবে।

এপ্রিলিয়ার নয়া বাইকটিতে প্রি-লোড অ্যাডজাস্টেবল আপসাইড ডাউন ফর্ক এবং মনোশক সাসপেনশন থাকছে। ডুয়াল চ্যানেল এবিএস-সহ দুই চাকাতে ডিস্ক ব্রেক বর্তমান। বাইকটি ছুটবে ১৭ ইঞ্চি চাকায়। ভারতের বাজারে এটির প্রতিদ্বন্দ্বী KTM 390 Duke ও Yamaha MT-03। তবে লক্ষ্যণীয় বিষয় হল, এপ্রিলিয়ার নতুন মডেলের দাম এদের থেকে যথাক্রমে ১ লক্ষ টাকা ও ৪৫,০০০ টাকা বেশি।