টেলিকম

Airtel JioHotstar Plans: জিও হটস্টার বিনামূল্যে দেখুন, এয়ারটেলের সেরা চার প্রিপেইড রিচার্জ প্ল্যান

Published on:

Airtel free JioHotstar subscription prepaid recharge plans starting rs 398

ডিজনি+ হটস্টারের পরিবর্তে এখন এসেছে Jio Hotstar। তবে এই ওটিটি প্ল্যাটফর্মের ভালো ভালো কনটেন্ট দেখার জন্য আপনাদের সাবস্ক্রিপশনের প্রয়োজন হবে, যারজন্য নূন্যতম ১৪৯ টাকা দিতে হবে। তবে আপনি যদি বিনামূল্যে এর কনটেন্ট দেখতে চান তাহলে Airtel এর কয়েকটি প্রিপেইড প্ল্যান রিচার্জ করতে পারেন। এই প্ল্যানগুলির সাথে ১ বছর পর্যন্ত Jio Hotstar সাবস্ক্রিপশন পাওয়া যাবে। সাথে প্রতিদিন ৩ জিবি পর্যন্ত ডেটা ও ৩৬৫ দিন পর্যন্ত ভ্যালিডিটি মিলবে। আসুন প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Airtel এর JioHotstar সাবস্ক্রিপশন রিচার্জ প্ল্যান

এয়ারটেলের ৩৯৮ টাকার প্রিপেইড প্ল্যান

এয়ারটেলের এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যাবে। এখানে আনলিমিটেড 5G ডেটাও দেওয়া হয়। এর পাশাপাশি আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস পাওয়া যাবে। এছাড়াও ২৮ দিনের জন্য জিও হটস্টারের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন।

এয়ারটেল ৫৪৯ টাকার প্ল্যান

এই প্রিপেইড প্ল্যানের বৈধতা ২৮ দিন। এখানে ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতিদিন ৩ জিবি ডেটা দেওয়া হয়। আবার আনলিমিটেড 5G ডেটাও পাওয়া যাবে। এর সাথে বিনামূল্যে কলিং এবং এসএমএস সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। এই প্ল্যানের সাথে ৩ মাসের জন্য জিও হটস্টার‌ বিনামূল্যে ব্যবহার করা যাবে। সংস্থাটি এর সাথে এয়ারটেল এক্সস্ট্রিম প্লে প্রিমিয়াম সাবস্ক্রিপশনও দিচ্ছে, যা ২২ টিরও বেশি ওটিটি অ্যাপ চালাতে দেবে।

১০২৯ টাকার প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এখানে ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতিদিন ২ জিবি ডেটা পাওয়া যাবে। এটি ৫জি নেটওয়ার্ক অঞ্চলে বসবাসকারী গ্রাহকদের আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহার করতে দেবে। আবার রোজ ১০০ টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানে ৩ মাসের জন্য জিও হটস্টার বিনামূল্যে ব্যবহার করা যাবে।

৩৯৯৯ টাকার প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এখানে প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাওয়া যাবে। এর সাথে আনলিমিটেড 5G ডেটাও মেলে। সংস্থার 5G নেটওয়ার্ক অঞ্চলে বসবাসকারী ব্যবহারকারীরা পাবেন আনলিমিটেড 5G ডেটা। আবার প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। এক বছরের জন্য জিও হটস্টারের বিনামূল্যে সাবস্ক্রিপশন অফার করা হবে।