মোবাইল

বিরাট সস্তায় ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার পাওয়ারফুল Realme ফোন, ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অবিশ্বাস্য অফার

Published on:

Flipkart omg sale realme-gt-6-with-32mp-selfie-camera-available-with-best-deal

আপনি যদি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং, দুর্দান্ত পারফরম্যান্স এবং সেরা ক্যামেরার কোনো ফোন কিনতে চান, তাহলে ফ্লিপকার্ট OMG গ্যাজেটস সেলের অফার কাজে লাগাতে পারেন। এই সেলে Realme GT 6 বাম্পার ডিসকাউন্টে কেনা যাবে। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই সেলে আপনি রিয়েলমি ফোনটি অনেক কম দামে কিনতে পারবেন। ফ্লিপকার্টে এর ১৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট ২৬ শতাংশ ডিসকাউন্টে ৩৭,৯৯৯ টাকায় তালিকাভুক্ত।

আবার ফ্লিপকার্ট OMG সেলে আপনি এর সাথে ২ হাজার টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়া Realme GT 6 কেনার সময় ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এদিকে পুরানো ফোন এক্সচেঞ্জ করে সর্বোচ্চ ২৩,৬০০ টাকা পাবেন। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারে কত টাকা ছাড় পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।

Realme GT 6 এর ফিচার এবং স্পেসিফিকেশন

রিয়েলমি জিটি ৬ ফোনে ১২৬৪ x ২৭৮০ পিক্সেল রেজোলিউশনের ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে। এই 8T LTPO অ্যামোলেড ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের পিক ব্রাইটনেস লেভেল ৬০০০ নিট। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য রিয়েলমি জিটি ৬ ডিভাইসের ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা বর্তমান, যার মধ্যে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।