প্রিমিয়াম রেঞ্জে দুর্দান্ত কোনো স্মার্টফোন খোঁজ করছেন? তাহলে iQOO 12 5G বেছে নিতে পারেন। এই ডিভাইসে আছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আর এই ফোনটি অ্যামাজনে বাম্পার ছাড়ে পাওয়া যাচ্ছে। এর উপর ২৩ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফ্লাট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে পারবেন আপনি।
iQOO 12 5G এর দাম ও অফার
আইকো ১২ ৫জি স্মার্টফোনের ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেল ৫৯,৯৯৯ টাকার পরিবর্তে ৪৫,৯৯৫ টাকায় কেনা যাবে। আবার এর ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৬৪,৯৯৯ টাকার পরিবর্তে ৫০,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে।
ফ্লাট ডিসকাউন্ট ছাড়া এসবিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ২,০০০ টাকা অতিরিক্ত ছাড় পাবেন। আবার এর সাথে ২২, ৮০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। এর ইএমআই শুরু হবে ২,২৩০ টাকা থেকে।
iQOO 12 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
আইকিউ ১২ ৫জি এর সামনে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ক্যাপাসিটিভ মাল্টি-টাচ ডিসপ্লে আছে। এর রেজোলিউশন ২৮০০ × ১২৬০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস লক ফিচার রয়েছে। স্মার্টফোনটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর দ্বারা চালিত। এতে লেটেস্ট অপারেটিং সিস্টেম পাওয়া যাবে।
iQOO 12 5G ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে, যার মধ্যে একটি ৫০ মেগাপিক্সেল Astroography লেন্স, একটি ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এঙ্গেল সেন্সর এবং একটি ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স আছে। শেষের সেন্সরটি ১০০এক্স ডিজিটাল জুম সাপোর্ট করবে।
আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই করামেরায় স্ন্যাপশট, নাইট, পোর্ট্রেট, ফটো, ভিডিও, হাই রেজুলেশন, প্যানোরামা, স্লো মোশন, টাইম ল্যাপস, প্রো, প্রো ভিডিও এবং সুপারমুনের মতো ফিচার সাপোর্ট করবে। ডিভাইসটি শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।