মোবাইল

প্যান্টের পকেটেই ফেটে গেল মোবাইল, মহিলার প্রাণ কাড়ছিল সস্তা Motorola ফোন

Updated on:

Motorola smartphone blast in-pocket-brazilian-woman-injured

মোবাইল ফেটে যাওয়ার এক হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকলেন ব্রাজিলের এক মহিলা। পকেটেই বিস্ফোরিত হল মোবাইল ফোন। আগুনের স্ফুলিঙ্গে কার্যত হকচকিয়ে গিয়েছেন আশে পাশের মানুষ। সিসি টিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। যে ফোনটি বিস্ফোরণ হয়েছে সেটি হল Motorola E32 স্মার্টফোন।

আশেপাশে যারা দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যেই মহিলার পকেটে মোবাইলটি ফেটেছে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মহিলার পকেট কার্যত আতশবাজিতে পরিণত হয়েছিল। কিন্তু কী কারণে পকেটের মধ্যে ফেটে গেল মোবাইল? কেউ দাবি করছেন ব্যাটারির ত্রুটি, আবার কেউ বলছেন অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় সেটি বিস্ফোরণ হয়েছে।

ঘটনাটি ঘটেছে ব্রাজিলের আনাপোলিসে একটি বাজারে। তিনি শান্তিপূর্ণ ভাবে কেনাকাটা করার সময় হঠাৎ পকেট থেকে বিস্ফোরণের আওয়াজ হয় এবং ধোঁয়া বেরোতে শুরু করে। ভয়াবহ অভিজ্ঞতায় পরিণত হয় চারপাশ।

সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ভয়াবহ সেই মুহূর্ত। পাশেই ছিলেন তার স্বামী, যিনি তৎক্ষণাৎ আগুন নেভানোর মরিয়া চেষ্টা করেন। জানা গিয়েছে, ওই মহিলাকে আলফ্রেডো আবরাও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে তার পিঠ, হাত, বাহু এবং নিতম্বে পোড়া অংশের চিকিৎসা করা হয়।

যেই ফোনটি বিস্ফোরণ হয়েছে সেটি হল Motorola E32 এবং এই ফোনের বয়স এক বছর। ব্রাজিলের এই মর্মান্তিক ঘটনা, স্মার্টফোনের নিরাপত্তা, বিশেষ করে ব্যাটারির ত্রুটি নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি করেছে ব্যবহারকারীদের মধ্যে।