গ্যাজেট

এএমডি রাইজেন প্রসেসর ও দীর্ঘ ব্যাটারির সাথে HP Victus 15 ল্যাপটপ লঞ্চ হল, দাম কত

Published on:

Hp victus 15 Launched in India with amd ryzen 9 8000 series chipset price specifications

এইচপি ভারতে ভিক্টাস ব্র্যান্ডের নতুন গেমিং ল্যাপটপ লঞ্চ করেছে, যার নাম HP Victus 15 (fb3025AX)। এতে AI সাপোর্ট সহ ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ল্যাপটপে পাওয়া যাবে এএমডি রাইজেন ৯ ৮০০০ সিরিজের প্রসেসর, এনপিইউ এবং আরটিএক্স ৪০০০ সিরিজের গ্রাফিক্স কার্ড। HP Victus 15 ল্যাপটপে ৭০ ওয়াট আওয়ার ব্যাটারি দেওয়া হয়েছে, যা একবার চার্জে ৮ ঘন্টারও বেশি ব্যাকআপ দেবে। চলুন এইচপি ল্যাপটপটির দাম, প্রাপ্যতা ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

HP Victus 15 এর দাম ও উপলব্ধতা

এইচপি ভিক্টাস ১৫ এর দাম রাখা হয়েছে ১,১২,৯৯০ টাকা। এই গেমিং ল্যাপটপটি অ্যাটমোস্ফিয়ার ব্লু কালারে পাওয়া যাবে। আজ থেকে অ্যামাজনের মাধ্যমে এটি কেনা যাবে।

HP Victus 15 স্পেসিফিকেশন ও ফিচার

ফিচারের কথা বললে, এইচপি ভিক্টাস ১৫ ল্যাপটপে আছে ১৫.৬-ইঞ্চি ফুল এইচডি আইপিএস এলসিডি। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ এবং ব্রাইটনেস লেভেল ৩০০ নিট। পারফরম্যান্সের জন্য এতে এএমডি রাইজেন ৯ ৮৯৪৫ এইচএস প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ৮ জিবি জিডিডিআর৬ এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৪০৬০ জিপিইউ এবং ১৬ জিবি ডিডিআর৫ র‌্যাম। এই ল্যাপটপে ওমেন টেম্পেস্ট কুলিং সলিউশন উপস্থিত।

HP Victus 15 ল্যাপটপে ৭০ ওয়াট আওয়ার ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির দাবি, একবার চার্জে ৮ ঘণ্টা ৩০ মিনিট চলবে এই ল্যাপটপ। এতে ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে। ৩০ মিনিট চার্জ দিলে ০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হবে এই ল্যাপটপ। ভিডিও কলিংয়ের জন্য এই ল্যাপটপে ৭২০পি এইচডি ক্যামেরা দেওয়া হয়েছে। এর ওজন ২.২৯ কেজি।