অ্যাপলের সবথেকে সস্তা আইফোন লঞ্চ হবে আগামীকাল। তার ঠিক ২৪ ঘণ্টা আগেই টেক মহলে হইচই। কারণ এটি সবথেকে সস্তা আইফোন হতে চলেছে। ১৯ ফেব্রুয়ারি নতুন iPhone SE 4 এর সঙ্গে আসতে পারে নতুন ম্যাকবুক এয়ার এবং আইপ্যাড। যদিও অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু থাকতে পারে আইফোনের নতুন মডেল।
সম্প্রতি এই লঞ্চ সম্পর্কে এক্স হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন সিইও টিম কুক। তিনি লিখেছেন, “পরিবারের নতুন সদস্য”। যা আইফোনপ্রেমীদের উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে। আরও বেশ কিছু প্রোডাক্ট এই অনুষ্ঠানে প্রকাশ করতে পারে অ্যাপল। আসন্ন লঞ্চ সম্পর্কে খুঁটিনাটি জেনে নিন।
Get ready to meet the newest member of the family.
Wednesday, February 19. #AppleLaunch pic.twitter.com/0ML0NfMedu
— Tim Cook (@tim_cook) February 13, 2025
iPhone SE 4
এটি চতুর্থ প্রজন্মের আইফোন হতে চলেছে। বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন হবে বলেই আশা করছেন সবাই। এটি কোম্পানির প্রথম স্মার্টফোন হতে পারে, যেখানে ব্যবহার করা হবে অ্যাপলের নিজস্ব সেলুলার মডেম চিপ। এই ফিচারটি অন্যান্য আইফোন মডেলেও ব্যবহার করতে পারে অ্যাপল। দাম সম্পর্কে যা জানা গিয়েছে, তা হল এটির দাম শুরু হতে পারে ৪৯৯ ডলার থেকে (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৩ হাজার টাকা)। এখন যে iPhone SE পাওয়া যায় তার দাম ৪২৯ ডলার, অর্থাৎ ৪০ হাজার টাকারও কম।
নতুন ম্যাকবুক এয়ার ও আইপ্যাড
নতুন ম্যাকবুক এয়ার সম্পর্কে যা জানা গিয়েছে, তা হল এতে ডিজাইন অপরিবর্তিত থাকবে, তবে পাওয়া যাবে M3 এর বদলে উন্নত M4 প্রসেসর। অন্যদিকে, নতুন প্রজন্মের আইপ্যাড আনতে পারে অ্যাপল। নয় মাস আগে লঞ্চ হয়েছে ষষ্ঠ প্রজন্মের আইপ্যাড। এতেও থাকতে পারে M4 প্রসেসর।