গ্যাজেট

দামি ট্যাবলেট এখন অনেক সস্তায়, Xiaomi Pad 7 কিনুন ৭ হাজার টাকা ডিসকাউন্টে

Published on:

Xiaomi pad 7 tablet best deal on Amazon under 30000 rupees discount offer

শাওমির প্রিমিয়াম ট্যাবলেট বাম্পার ছাড়ে পাওয়া যাচ্ছে। অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে লোভনীয় অফার দেওয়া হচ্ছে ট্যাবের উপর। যেকারণে অনেকটাই কম দামে কেনা যাচ্ছে Xiaomi Pad 7। ফ্লাট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন ক্রেতারা। ফিচারের কথা বললে, শাওমির এই ট্যাবে আছে ১২ জিবি র‌্যাম, ২৫৬ জিবি স্টোরেজ, ১১.১৬ ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর।

Xiaomi Pad 7 ট্যাবের সাথে বিশেষ অফার

শাওমি প্যাড ৭ এর ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজনে ৩৪,৯৯৯ টাকার পরিবর্তে ৩০,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। আবার এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে ২,৫০০ টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। এছাড়া আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টে করলে ১,০০০ টাকা ডিসকাউন্ট মিলবে।

Xiaomi Pad 7 এর স্পেসিফিকেশন

শাওমি প্যাড ৭ ট্যাবলেটের সামনে দেখা যাবে ৩কে ক্রিস্টাল রেস ডিসপ্লে। এর সাইজ ১১.১৬-ইঞ্চি, যা ডলবি ভিশন সাপোর্ট করে। আবার এই ডিসপ্লে ৮০০ নিট ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন‌ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি হাইপার ওএস ২ কাস্টম স্কিনে চলে।

ফটোগ্রাফির জন্য এর পিছনে ১৩ মেগাপিক্সেল এবং সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৮৮৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ফুল চার্জে ১৬ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। শাওমি প্যাড ৭ ট্যাবে ৪৫ ওয়াট টার্বো চার্জিং সাপোর্ট করে।