মোবাইল

২৫ হাজার টাকার কমে সেরা ৫ স্মার্টফোন, Vivo থেকে Realme আছে লিস্টে

Published on:

Best 5 smartphones under 25000 realme Motorola vivo iqoo

মিড রেঞ্জ সেগমেন্টে দুর্দান্ত ফিচার ও ক্যামেরা সহ একাধিক স্মার্টফোন বাজারে উপস্থিত। তাই আপনি যদি ২৫,০০০ টাকার রেঞ্জে কোনো ফোন খোঁজ করে থাকেন তাহলে বিকল্পের অভাব হবে না। তবে বিকল্প বেশি থাকলে অনেক সময় কোনটা ছেড়ে কোনটা বেছে নেওয়া উচিত তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। যদিও চিন্তা করার কিছু নেই, আমরা আছি আপনাকে সাহায্য করার জন্য। এই প্রতিবেদনে আমরা ২৫,০০০ টাকার কমে সেরা ৫ স্মার্টফোনের সন্ধান দেবো।

২৫,০০০ টাকার কমে সেরা ৫ স্মার্টফোন

Realme 13 Pro+ 5G

অফারের পর রিয়েলমি ফোনটি ২৪,৯৯৯ টাকা থেকে কেনা যাবে। ফোনটির ব্যাক প্যানেলে আছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ডিভাইসে ৫২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Realme 12 Pro+ 5G

রিয়েলমি ডিভাইসের ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল + ৬৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৬.৭ ইঞ্চি কার্ভড ডিসপ্লে রয়েছে এই ফোনে। হ্যান্ডসেটটির দাম শুরু হচ্ছে ২২,৯৯৯ টাকা থেকে।

Vivo V40e

ভিভো স্মার্টফোনের হাইলাইট ফিচার হল ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ব্যাক প্যানেলে আছে ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ এবং কার্ভড ডিসপ্লে। এর দাম শুরু হচ্ছে ২৪,৯৯০ টাকা থেকে।

Motorola Edge 50 Neo

মোটোরোলা ফোনটি ফ্লিপকার্টে বাম্পার ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে এবং এতে ৫০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি আছে। এর সাথে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এর দাম ২০,৯৯৯ টাকা থেকে শুরু।

iQOO Z9s Pro 5G

ভিভোর সাব-ব্র্যান্ডের এই ফোনে ৬.৭৭-ইঞ্চি ডিসপ্লে আছে। আর এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা ও ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। অ্যামাজন থেকে এটি ২২,৯৯৯ টাকায় কেনা যাবে।