টেকনো শীঘ্রই ভারতের বাজারে একটি নতুন ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন, Tecno Pova 6 5G লঞ্চ করতে প্রস্তুতি নিচ্ছে। এই স্মার্টফোনটি সাশ্রয়ী মূল্যে আসবে এবং দামের তুলনায় এটি দুর্দান্ত স্পেসিফিকেশন অফার করবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি সম্প্রতি এফসিসি সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছিল। আজ আবার Tecno Pova 6 5G গুগল প্লে স্টোর ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে।
দ্য টেকআউটলুক জানিয়েছে যে, KJ8S মডেল নম্বর সহ টেকনো পোভা ৬ ৫জি গুগল প্লে স্টোর ডেটাবেসে অন্তর্ভুক্ত হয়েছে। জানা গেছে যে, এই ডিভাইসে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক সফ্টওয়্যার স্কিন থাকবে। উপরন্তু, এতে ২৪৬০x১০৮০ পিক্সেল রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে দেওয়া হবে।
Tecno Pova 6 5G এর অন্যান্য ফিচারের
ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে যে, টেকনো পোভা ৬ ৫জি স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর ব্যবহার করা হবে, যা ভাল মাল্টি-টাস্কিং অভিজ্ঞতা দেবে। এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
টেকনো পোভা ৬ ৫জি ডিভাইসে NFC সাপোর্ট করবে এবং এটা ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যেতে পারে। এতে কোম্পানির ডায়নামিক পোর্ট ২.০ ফিচার থাকতে পারে, যা আইফোন ১৬ সিরিজের ডায়নামিক আইল্যান্ড ফাংশনের সঙ্গে কাজ করবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার অপশনে দেখা গিয়েছে এই ডিভাইসকে।
উল্লেখ্য, ব্র্যান্ডটি গত বছর Tecno Pova 6 Neo 5G লঞ্চ করেছিল, এতে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর আছে। ডিভাইসটি ৬.৬৭ ইঞ্চি এইচডি ডিসপ্লে সহ এসেছে। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করে।