অ্যাপলের প্রিমিয়াম আইফোন ফের কম দামে কেনার সুযোগ। প্রথমবারের মতো, iPhone 16 Pro 5G বিশেষ ছাড়ের সাথে অ্যামাজনে বিক্রি হচ্ছে। এর সাথে ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। আবার এক্সচেঞ্জ অফারের কারণে এই ডিভাইসটি আরও সস্তায় কেনা যাবে। আসুন নতুন আইফোন মডেলটি সমস্ত অফারের পর কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।
জানিয়ে রাখি, iPhone 16 Pro অ্যাপলের সবচেয়ে প্রিমিয়াম ফোনগুলির একটি এবং এতে অ্যাপল ইন্টেলিজেন্স (এআই) ফিচার আছে। এর ১২৮ জিবি বেস ভ্যারিয়েন্ট ভারতে ১১৯,৯০০ টাকায় লঞ্চ হয়েছিল। তবে এখন এটি ১১২,৯০০ টাকায় তালিকাভুক্ত আছে। আবার ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে পেমেন্টে অতিরিক্ত ৩,০০০ টাকা ছাড় দিচ্ছে।
ব্যাঙ্ক অফারের পরে, iPhone 16 Pro এর দাম কমে হবে ১০৯,৯০০ টাকা। এছাড়াও, ক্রেতারা যদি তাদের পুরানো ফোন এক্সচেঞ্জ করতে চান তাহলে তারা ২৭,৩৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এই ছাড়ের মূল্য নির্ভর করবে পুরোনো ফোনের মডেল ও কন্ডিশনের ওপর। হ্যান্ডসেটটি ডেজার্ট টাইটানিয়াম, ব্ল্যাক টাইটানিয়াম, ন্যাচারাল টাইটানিয়াম এবং হোয়াইট টাইটানিয়াম সহ বেশ কয়েকটি কালারে পাওয়া যাবে।
iPhone 16 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার
আইফোন ১৬ প্রো সিরামিক শিল্ড লেভেল দ্বারা সুরক্ষিত বড় ৬.৩-ইঞ্চি ডিসপ্লে সহ এসেছে। এই ডিভাইসে অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট করে এবং এতে ডেডিকেটেড ক্যামেরা কন্ট্রোল বাটন উপস্থিত। ভাল পারফরম্যান্সের জন্য, এতে এ ১৮ প্রো প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। ডিভাইসটি আইপি৬৮ রেটিং সহ এসেছে।