মুখ্য সংবাদ

খুশির খবর, প্রায় ১০ হাজার টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল সনি ক্যামেরার Vivo T3 Pro 5G স্মার্টফোন

Published on:

Vivo t3 pro 5G price drop 10000 with 50mp sony camera limited time discount offer

ভিভো সম্প্রতি T সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। এরপরই সিরিজের পুরানো ফোনগুলি কম দামে পাওয়া যাচ্ছে। যেমন এখন Vivo T3 Pro 5G ডিভাইসটি আপনি ২৩ শতাংশ ফ্লাট ডিসকাউন্ট ও লোভনীয় ব্যাঙ্ক অফার সহ কিনতে পারবেন। আর ফিচারের কথা বললে এতে আছে ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭ সিরিজের প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৫৫০০ এমএএইচ ব্যাটারি। আসুন এখন Vivo T3 Pro 5G কোথায় কম দামে বিক্রি হচ্ছে দেখে নেওয়া যাক।

Vivo T3 Pro 5G ফোনের দাম কমলো ৭ হাজার টাকা

ভিভো টি৩ প্রো ৫জি এর ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। তবে বর্তমানে ফ্লিপকার্টে এটি কিনতে পারবেন ২২,৯৯৯ টাকায়। যদিও অফার এখানে শেষ নয়! যেকোনো ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্টে পাওয়া যাবে ১,৫০০ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পাবেন ২,৫৭৫ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

Vivo T3 Pro 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ভিভো টি৩ প্রো ৫জি ফোনের সামনে দেখা যাবে ৬.৭৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং রেজোলিউশন ২৩৯২ x ১০৮০ পিক্সেল। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর দেওয়া হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে। এতে বেশ কয়েকটি এআই ফিচার আছে।

IP64 রেটিং সহ আসা ভিভো টি৩ প্রো ৫জি ডিভাইসে ফটোগ্রাফির জন্য ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। যেখানে ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর রয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফ্ল্যাশচার্জ সাপোর্ট করে।