আদিশ্বর অটো রাইড ইন্ডিয়া (AARI) ভারতে একাধিক নামি বিদেশ ব্র্যান্ডের মোটরসাইকেল বিক্রি করে, যার মধ্যে অন্যতম Moto Morini। এই ইতালিয়ান সংস্থার দুই মডেলের দাম বিপুল কমানোর ঘোষণা করেছে তারা। এদেশের বাজারে প্রভাব বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। Moto Morini 650 Retro Street ও Seiemmezzo প্রায় ২ লক্ষ টাকা সস্তা হয়েছে। চলুন বাইক দুটির নতুন দাম ও অন্যান্য বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক।
Moto Morini 650 Retro Street একটি রেট্রো স্টাইলের বাইক এবং এতদিন ৬.৯৯ লক্ষ টাকায় (এক্স-শোরুম) বিক্রি হচ্ছিল। ২ লক্ষ টাকা দাম কমার ফলে মোটরসাইকেলটি কিনতে এখন খরচ হবে ৪.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। অন্যদিকে, Seiemmezzo 650 Scrambler-এর দাম আগের তুলনায় ১.৯ লক্ষ টাকা কমেছে। যার ফলে এর নতুন এক্স-শোরুম মূল্য ৫.২ লক্ষ টাকা হয়েছে।
মোটো মোরিনির এই দুই মোটরসাইকেলে ৬৪৯ সিসির প্যারালাল টুইন লিকুইড কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি ৮,২৫০ আরপিএম গতিতে ৬১ হর্সপাওয়ার (স্ক্র্যাম্বলারে ৫৫.৬৫ বিএইচপি) এবং ৭,০০০ আরপিএমে ৫৪ এনএম টর্ক উৎপাদনে সক্ষম। ইঞ্জিনটি ছয় গতির ম্যানুয়াল গিয়ারবক্সের সঙ্গে লিঙ্ক করা আছে। প্রতি ঘন্টায় টপ স্পিড ১৭৫ কিলোমিটার। সাসপেনশনের জন্য সামনে ইনভার্টেড ফর্ক ও পিছনে মনোশক দেওয়া হয়েছে।
উভয় মডেলে ডুয়েল চ্যানেল এবিএস সহ দুই চাকায় ডিস্ক ব্রেক বর্তমান। সামনের ও পিছনে যথাক্রমে ১৮ ইঞ্চি এবং ১৭ ইঞ্চি চাকা রয়েছে। আদিশ্বর অটো রাইড ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর বিকাশ ঝাবাখ বলেন, “মোটো মোরিনির একটি সমৃদ্ধ ইতালীয় ঐতিহ্য রয়েছে এবং আমরা এই ব্যতিক্রমী মোটরসাইকেলগুলিকে ভারতীয় রাইডারদের জন্য আরও সহজলভ্য করে তুলতে পেরে আনন্দিত।”