টেলিকম

২০২৫ সালে আর রিচার্জ করার দরকার নেই, Jio, Airtel, Vi ও BSNL গ্রাহকদের জন্য সেরা প্ল্যান

Published on:

Airtel vi bsnl jio annual 365 days validity cheapest prepaid plans

আপনি যদি বারবার রিচার্জ করার ঝামেলা এড়াতে চান তাহলে আপনার ৩৬৫ দিনের ভ্যালিডিটি সহ আসা রিচার্জ প্ল্যানগুলি বেছে নেওয়া উচিত। আজ আমরা জিও, এয়ারটেল, ভিআই এবং বিএসএনএল এর ১২ মাসের প্ল্যান নিয়ে আলোচনা করবো। লিস্টের সবচেয়ে সস্তা প্ল্যানের দাম ১১৯৮ টাকা। আসুন বার্ষিক রিচার্জ প্ল্যানগুলি দেখে নেওয়া যাক।

Airtel এর ১৮৪৯ টাকার প্ল্যান

এটি এয়ারটেলের ভয়েস এবং এসএমএস অনলি প্ল্যান। এখানে কোনো ডেটা সুবিধা নেই। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এখানে মোট ৩৬০০ এসএমএস সহ আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। এর অন্যান্য সুবিধাগুলির মধ্যে আছে স্প্যাম কল এবং এসএমএস অ্যালার্ট, অ্যাপোলো ২৪/৭ সার্কেল এবং বিনামূল্যে হ্যালো টিউন।

Airtel এর ২২৪৯ টাকার প্ল্যান

এয়ারটেলের এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এখানে আনলিমিটেড কলিং, মোট ৩০ জিবি ইন্টারনেট ডেটা এবং ৩৬০০ এসএমএস অন্তর্ভুক্ত রয়েছে। এই প্ল্যানের অন্যান্য সুবিধাগুলি হল স্প্যাম কল এবং এসএমএস অ্যালার্ট, অ্যাপোলো ২৪/৭ সার্কেল এবং বিনামূল্যে হ্যালো টিউন।

Vodafone Idea এর ১৯৯৯ টাকার প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এখানে আনলিমিটেড কলিং, মোট ২৪ জিবি ডেটা এবং ৩৬০০ এসএমএস পাওয়া যাবে। এখানে কোনো অতিরিক্ত সুবিধা অন্তর্ভুক্ত নেই।

Vodafone Idea এর ১৮৪৯ টাকার প্ল্যান

এটি ভিআইয়ের ভয়েস এবং এসএমএস অনলি প্ল্যান। এটি কোনও ডেটা বেনিফিট দেয় না। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এখানে মোট ৩৬০০ এসএমএস সহ আনলিমিটেড কলিংয়ের সুবিধা উপভোগ করা যায়। এছাড়া এখানে কোনও অতিরিক্ত সুবিধা পাওয়া যায় না।

BSNL এর ১৯৯৯ টাকার প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এখানে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি এসএমএস সহ মোট ৬০০ জিবি ডেটা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া কোনও অতিরিক্ত সুবিধা দেওয়া হয় না।

BSNL এর ১১৯৮ টাকার প্ল্যান

বিএসএনএল এর এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। এখানে গ্রাহকরা প্রতি মাসে কল করার জন্য ৩০০ মিনিট, ৩০টি এসএমএস এবং ১২ মাসের জন্য প্রতি মাসে ৩ জিবি করে ডেটা পাওয়া যায়।

Jio এর ৩৫৯৯ টাকার প্ল্যান

এটি জিও-এর সবচেয়ে সস্তা প্ল্যান যার বৈধতা ৩৬৫ দিন। এই প্ল্যানে আনলিমিটেড কলিং, প্রতিদিন ২.৫ জিবি ডেটা এবং প্রতিদিন ১০০ টি এসএমএস পাওয়া যায়। এই প্ল্যানে রিপাবলিক ডে অফারও রয়েছে। এর অতিরিক্ত সুবিধার মধ্যে আছে আনলিমিটেড ৬জি ডেটা, জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের বিনামূল্যে সাবস্ক্রিপশন।