গ্যাজেট

পকেটে থাকবে ওয়াইফাই, ১৫০ এমবিপিএস ইন্টারনেট স্পিড সহ চমৎকার ডিভাইস আনল Lenovo

Published on:

Lenovo Legion LM60 portable wifi Launched with 150mbps download speed

Lenovo সম্প্রতি একটি বিশেষ ডিভাইস লঞ্চ করেছে, যা আপনার পকেটে রাখবে ওয়াইফাই। এই পোর্টেবল ওয়াইফাই ডিভাইসটি Legion LM60 নামে লঞ্চ হয়েছে এবং এর মাধ্যমে ব্যবহারকারীরা সব সময় হাই স্পিড ইন্টারনেট উপভোগ করতে পারবেন। এই ডিভাইসে জেডটিই এর ২৮ এনএম চিপসেট ব্যবহার করা হয়েছে এবং‌ এতে ওয়াইফাই ৬ প্রযুক্তি সাপোর্ট করে।

লেনোভোর দাবি, এটি আগের পোর্টেবল ওয়াইফাই ডিভাইসের তুলনায় ২০০ শতাংশ দ্রুত স্পিড দেবে এবং ৫৫ শতাংশ পর্যন্ত কম বিদ্যুৎ খরচ করবে। এটি চমৎকার সিগন্যাল স্ট্রেনথ এবং স্টেবিলিটি প্রদান করবে। Legion LM60 ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীরা ১৫০ এমবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পিড পাবেন এবং একসঙ্গে ১০টি ডিভাইস কানেক্ট করতে পারবেন।

Lenovo Legion LM60 পোর্টেবল ওয়াইফাই ডিভাইসের ফিচার

লেনোভোর নতুন পোর্টেবল ওয়াইফাই ডিভাইসে ৩০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি দেওয়া হয়েছে, যা ফুল চার্জে ১২ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। এই ডিভাইসটি ল্যাপটপ, স্মার্টফোন, ডেস্কটপ, স্মার্ট টিভি এবং আইওটি গ্যাজেটগুলিকে কানেক্ট করতে দেবে। এতে থ্রি অ্যান্টেনা ডিজাইন আছে এবং ৩০ মিটার পর্যন্ত রেঞ্জে অফার করে।লিজিয়ন এলএম ৬০ পোর্টেবল ওয়াইফাই ডিভাইসে ইউএসবি টাইপ-সি পোর্ট আছে, যা চার্জিংয়ের জন্য দরকার হবে।

Lenovo Legion LM60 এর দাম

বর্তমানে, শুধুমাত্র চীনে লঞ্চ হওয়া এই ডিভাইসটির দাম ১৭৯ ইউয়ান নির্ধারণ করা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২১০০ টাকা। ২৬ ফেব্রুয়ারি থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি কেনা যাবে।