মার্কিন ইলেকট্রিক গাড়ি সংস্থা টেসলার আগমন নিয়ে ফের একবার তুঙ্গে জল্পনা। তবে এবার পরিস্থিতি আলাদা। ভারতে টেসলার গাড়ি বিক্রির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ সম্প্রতি গাড়ি উৎপাদন করার জন্য সংস্থাকে জমি দেওয়ার প্রস্তাব দিল মহারাষ্ট্র সরকার। কারখানা গড়ে তোলার জন্য দুটি স্থান নির্বাচন করেছে এই রাজ্যের সরকার। একটি চাকান, পুনের নিকটবর্তী চিখালি।
সূত্রের খবর, ইতিমধ্যে দেশে কারখানা গড়ে তোলার জন্য জমির সন্ধান শুরু করেছে ইলন মাস্কের সংস্থা। তবে গাড়ি উৎপাদন করার সিদ্ধান্তটি এখনও বিচারাধীন। কারণ টেসলা কোনও স্থান নির্ধারণের আগে বন্দর সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিবেচনা করতে চাইছে। এক সূত্রের দাবি, জার্মানির বার্লিনে অবস্থিত টেসলার কারখানা থেকে গাড়িগুলি দেশে আনা হবে।
উল্লেখ্য, মহারাষ্ট্রের চাকান ভারতের অন্যতম বৃহৎ অটোমোবাইল হাব হিসেবে পরিচিত। যেখানে মার্সিডিজ-বেঞ্জ, টাটা মোটরস, মাহিন্দ্রা ভক্সওয়াগেন এবং বাজাজ অটোর মতো বিশ্বব্যাপী বিখ্যাত সংস্থাগুলির কারখানা রয়েছে। এই অঞ্চলে একটি শক্তিশালী সরবরাহকারী নেটওয়ার্ক এবং অবকাঠামো আগে থেকেই উপস্থিত।
লক্ষণীয় বিষয়, এই এলাকায় ইতিমধ্যেই টেসলার একটি অফিস রয়েছে, যেখান থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে পারবে সংস্থাটি, যদি এখানে কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেয় তারা। আরও জানা গিয়েছে, টেসলার ইলেকট্রিক গাড়ি এপ্রিলে বাজারে আসতে পারে এবং এর দাম হতে পারে প্রায় ২১ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
কারখানা অনুসন্ধানের পাশাপাশি, টেসলা ভারতে তার কর্মী সংখ্যাও বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি লিংকডইনে মুম্বাই এবং দিল্লিতে বিক্রয়, যানবাহন পরিষেবা, গ্রাহক সহায়তা এবং ব্যবসায়িক বিভাগে ১৩টি পদের জন্য চাকরির বিজ্ঞাপন দিয়েছে সংস্থাটি। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, টাটা মোটরসের শীর্ষ নির্বাহীদেরও নিয়োগ করতে উদ্যোগী টেসলা।
ওয়াকিবহাল সূত্রে খবর, ইলন মাস্কের নেতৃত্বাধীন সংস্থাটি তার দলকে শক্তিশালী করার জন্য ইভি উৎপাদন এবং সরবরাহ শৃঙ্খল বিভাগে অভিজ্ঞ পেশাদারদের সাথে যোগাযোগ করা শুরু করেছে। প্রসঙ্গত, শেষ ২০২১ সালে মুম্বইয়ে অফিস খুলেচিল টেসলা। কিন্তু, নানা আইনি জটিলতায় ব্যবসা স্থগিত রাখে সংস্থাটি।