মোবাইল

সেরা ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার, কম দামি থেকে প্রিমিয়াম এই Motorola ফোনগুলি কিনলে ঠকবেন না

Published on:

Motorola smartphones low budget to premium top 5 mobile you may buy

পরিষ্কার সফ্টওয়্যার অভিজ্ঞতার জন্য জনপ্রিয় Motorola। সাম্প্রতিক সময়ে বাজারে একগুচ্ছ স্মার্টফোন হাজির করেছে কোম্পানি। বাজেট ফ্রেন্ডলি ফোনের পাশাপাশি রয়েছে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ হ্যান্ডেসেটও। শাওমি, রিয়েলমি, স্যামসাং এবং ওয়ানপ্লাসকে বেশ টক্কর দিচ্ছে এই ব্র্যান্ড। আপনিও যদি একটি মোটোরোলা ফোন কিনতে চান, তাহলে ২০২৫ সালে সেরা মডেল কোনটি হতে পারে সেই তালিকা দেওয়া রইল।

Motorola G05

এই বাজেট মোটোরোলা ফোনের দাম ১০,০০০ টাকার কম। Helio জি৮১ চিপসেট সমৃদ্ধ এই ডিভাইসটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চি এইচডি+ এলসিডি স্ক্রিন, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫.২০০ এমএএইচ ব্যাটারি, ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। বর্তমানে এটি ৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

Motorola G45

আরও একটি বাজেট ৫জি ফোন, যা দেখে মনে হবে কোনও প্রিমিয়াম ডিভাইস ব্যবহার করছেন। এতে রয়েছে Snapdragon ৬s Gen ৩ চিপসেট, একটি ৬.৫ ইঞ্চি HD+ ১২০ হার্টজ এলসিডি স্ক্রিন ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম। ফোনের পিছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার। মিলবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং স্টক অ্যান্ড্রয়েড ১৪। এটির দাম ১০,৯৯৯ টাকা।

Motorola G85

আপনি যদি ১৫,০০০ থেকে ২০,০০০ টাকার মধ্যে ফোন খুঁজে থাকেন, তাহলে Moto G85 একটি ভালো বিকল্প। এতে Moto g45 এর মতোই চিপসেট রয়েছে। মিলবে আরও ভালো এবং বড় ৬.৬৭ ইঞ্চি ফুল HD + OLED স্ক্রিন, Gorilla Glass ৫, অ্যান্ড্রয়েড ১৪, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। ফোনটির বেস ভ্যারিয়েন্টটি বর্তমানে Flipkart-এ ১৭,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

Motorola Edge 50 Neo

মোটোরোলা এজ ৫০ নিও হল ২৫,০০০ টাকার মধ্যে সেরা মিড-রেঞ্জ ফোনগুলির মধ্যে একটি। এতে ফিচার রয়েছে ৬.৪-ইঞ্চি ১২০ হার্টজ AMOLED স্ক্রিন, ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড শ্যুটার এবং ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, যা ৩x অপটিক্যাল জুম সাপোর্ট করে। এই ফোনের দাম শুরু ২০,৯৯৯ টাকা থেকে।

Motorola Edge 50 Ultra

প্রিমিয়াম মিড-রেঞ্জ মোটোরোলা ফোন কিনতে চান? এজ ৫০ আল্ট্রা আপনার চাহিদা পূরণ করতে পারে। Snapdragon ৮এস জেন ৩ চিপসেট, ৬.৭ ইঞ্চি ১৪৪ হার্টজ OLED স্ক্রিন, ১২ জিবি র‍্যাম, ৫১২ জিবি স্টোরেজ, ফোনের পিছনে স্কোয়ারিশ ক্যামেরা আইল্যান্ড উপস্থিত, যেখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের পাশাপাশি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড শ্যুটার এবং ৩x অপটিক্যাল জুম-সহ ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। এই ফোনের দাম ৪৯,৯৯৯ টাকা।