নতুন রিচার্জ প্ল্যান আনল রিলায়েন্স জিও। এই প্ল্যানের দাম ১৯৫ টাকা, যার সঙ্গে বিনামূল্যে পাওয়া যাবে JioHotstar সাবস্ক্রিপশন। বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফির ডিজিটাল স্ট্রিমিং করা হচ্ছে এই প্ল্যাটফর্মে। মার্চে শুরু হওয়া আইপিএলও দেখানো হবে জিওহটস্টারে, অর্থাৎ ক্রিকেট-প্রেমীদের জন্য এই রিচার্জ প্ল্যান একটি দারুন বিকল্প হতে পারে। OTT প্ল্যাটফর্ম হিসাবে জিও এবং হটস্টার সম্প্রতি একত্রিত হয়ে নতুন যাত্রা শুরু করেছে।
এই জিওহটস্টার সাবস্ক্রিপশনের জন্য আপনাকে বাড়তি টাকা খরচ করতে হবে না, যদি ব্যবহারকারী রিলায়েন্সের নতুন ডেটা ভাউচার রিচার্জ করেন। এই প্ল্যানে কী কী সুবিধা রয়েছে চলুন জেনে নেওয়া যাক।
জিও-র নতুন ১৯৫ টাকার প্ল্যানে JioHotstar ফ্রি
এটি একটি ডেটা প্যাক। জিও’র ১৯৫ টাকার রিচার্জে গ্রাহকরা জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশনের মাধ্যমে লাইভ ক্রিকেট দেখার সুযোগ পাওয়া যাবে। এই প্যাকটিতে ১৫ জিবি ডেটা এবং একটি জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন রয়েছে, যার মেয়াদ ৯০ দিন। এই প্যাকের মাধ্যমে, জিও তার গ্রাহকদের ক্রিকেট মরশুম জুড়ে বিনামূল্যে ম্যাচ উপভোগ করার সুবিধা দেবে।
হাই-স্পিড ডেটা সীমা শেষ হলে, ব্যবহারকারীরা ৬৪ কেবিপিএসে সীমাহীন ডেটা ব্রাউজিং চালিয়ে যেতে পারেন। অন্যদিকে, এটি ছাড়াও জিও ব্যবহারকারীরা ৪৯ টাকা মূল্যের ক্রিকেট অফার আনলিমিটেড ডেটা প্যাকটিও বেছে নিতে পারেন। এই রিচার্জে একদিনের মেয়াদ-সহ ২৫ জিবি ডেটা রয়েছে।
হাই-স্পিড ডেটা সীমা অতিক্রম হলে, গ্রাহকরা ৬৪ কেবিপিএস গতিতে আনলিমিটেড ডেটা ব্যবহার চালিয়ে যেতে পারবেন। প্রসঙ্গত, সম্প্রতি জিও তার ফাইবার এবং এয়ারফাইবার পরিষেবাগুলিতে ক্রিকেট উপভোগ করার জন্য ব্যবহারকারীদের জন্য ৫০ দিনের ট্রায়াল অফার চালু করেছে। বিশদে জানতে জিও এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।