টেলিকম

600 জিবি ডেটার সঙ্গে 1 বছর আনলিমিটেড কলিং, দিনে মাত্র 5 টাকা খরচ BSNL-এর এই রিচার্জ প্ল্যানে

Published on:

bsnl launches 1999 prepaid plan with 600gb data and 1 year validity

ঘন ঘন নিজের নম্বর রিচার্জের ঝামেলা এড়াতে কম দামে গোটা বছরের জন্য প্ল্যান খুঁজছেন? তাহলে অপনার জন্য দারুণ খবর রয়েছে। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSN) তাদের গ্রাহকদের জন্য ১৯৯৯ টাকার একটি প্রিপেইড প্ল্যান চালু করেছে। ৩৬৫ দিনের মেয়াদ, ৬০০ জিবি ডেটা, আনলিমিটেড কল ও এসএমএস এর সুবিধা সহ এই রিচার্জ প্ল্যানটি এখন ভারতের সমস্ত বিএসএনএল সার্কেলে উপলব্ধ।

BSNL-এর ১৯৯৯ টাকার প্ল্যান কী কী সুবিধা দেবে

  • দৈনিক সীমা ছাড়াই ৬০০ জিবি হাই-স্পিড ডেটা।
  • জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া (ভিআই) এবং বিএসএনএল-এর নম্বরে আনলিমিটেড ভয়েস কলিং।
  • প্রতিদিন ১০০টি এসএমএস।
  • ন্যাশনাল রোমিং, লোকাল এবং এসটিডি কলের সম্পূর্ণ অ্যাক্সেস।

সাশ্রয়ী এবং সুবিধাজনক

বিএসএনএল-এর নতুন রিচার্জ প্ল্যানটি ৩৬৫ দিনের ভ্যালিডিটি মাত্র ১,৯৯৯ টাকায় সরবরাহ করছে। আর হিসাব করলে এই ট্যারিফ প্ল্যানে প্রতিদিন মাত্র ৫ টাকা খরচ, যা একে মাসিক রিচার্জের জন্য একটি বাজেট ফ্রেন্ডলি অপশন করে তুলেছে। এককালীন রিচার্জ প্ল্যানের ফলে মাসিক পুনর্নবীকরণের প্রয়োজন দূর হয়ে যায়।

আবার দৈনিক ডেটা ক্যাপ না থাকার সবচেয়ে বড় সুবিধা হল ব্যবহারকারীরা কোনও সীমাবদ্ধতা ছাড়াই ডেটা ব্যবহার করতে পারবেন। ফলে ভিডিয়ো দেখা, গেম খেলা, পড়াশোনা বা অফিসিয়াল কাজের জন্য আদর্শ। ১,৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যানটি তাদের জন্য উপযুক্ত যারা অল-ইন-ওয়ান রিচার্জে প্রচুর ডেটা এবং সীমাহীন কলিং সুবিধা পেতে চান।