ভিভোর এক্স সিরিজের স্মার্টফোনগুলি দুর্দান্ত ক্যামেরার জন্য বিখ্যাত। তবে এই সিরিজের ডিভাইসগুলি প্রিমিয়াম রেঞ্জে আসে। তাই ইচ্ছা থাকলেই সবসময় কেনা সম্ভব হয় না। যদিও এই মুহূর্তে এই সিরিজের Vivo X100 ফোনটি অনেক কম দামে কেনা যাচ্ছে। এর সাথে ফ্লাট ডিসকাউন্ট ও ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। আপনি ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এই অফার পাবেন। এই স্মার্টফোনে আছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্রসেসর ও ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Vivo X100 এর দাম ও অফার
ফ্লিপকার্টে ভিভো এক্স১০০ এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট ৬৮,৯৯৯ টাকার পরিবর্তে ৬৩,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আবার এই ডিভাইসের ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভেরিয়েন্টটি ৫,০০০ টাকা ডিসকাউন্টে ৬৮,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে।
অফার এখানেই শেষ নয়, সমস্ত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ভিভো এক্স১০০ ফোন কিনলে ৪,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। আবার ৭,০০০ টাকা ছাড় পাবেন ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা। এছাড়া স্মার্টফোনটি প্রতি মাসে ৩,২৯৫ টাকা নো-কস্ট অফারে কেনা যাবে।
Vivo X100 এর স্পেসিফিকেশন ও ফিচার
ভিভো এক্স১০০ স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ, পিক ব্রাইটনেস ৩০০০ নিটস। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। পারফরম্যান্সের জন্য এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ অপারেটিং সিস্টেমে চলে।
ফটোগ্রাফির জন্য Vivo X100 মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এরমধ্যে প্রথম দুটি লেন্স হল ৫০ মেগাপিক্সেল সেন্সর এবং আরেকটি ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর রয়েছে। ভিডিও কলিং ও সেলফির জন্য আছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। এই ভিভো স্মার্টফোনটি বড় ৫০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।