ফেব্রুয়ারির অন্তিম সময়ে এসে একটি দারুণ ফোন লঞ্চ করল হুয়াওয়ে। নতুন এই মডেলটির নাম Huawei Hi Nova 12z। এই স্মার্টফোনে স্লিক ডিজাইন, OLED ডিসপ্লে, এবং ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার্স রয়েছে। কোম্পানি একে মিড-রেঞ্জ হ্যান্ডসেট হিসাবে মার্কেটিং করছে। অক্টা কোর প্রসেসর, ফাস্ট চার্জিং এবং স্মার্ট সফটওয়্যার ফোনটির অন্যতম হাইলাইট।
Huawei Hi Nova 12z: স্পেসিফিকেশন, ফিচার্স এবং দাম
হুয়াওয়ের এই ফোনে ৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে রয়েছে, যার ফুল-এইচডি+ রেজোলিউশন (১০৮০ x ২৪০০ পিক্সেল) ১০০ শতাংশ পি৩ কালার গ্যামাট, ১০.৭ বিলিয়ন কালার, ৩৯৫ পিপিআই ডেনসিটি ও ১০ পয়েন্ট মাল্টি-টাচ অফার করে। কোম্পানি ফোনের চিপসেটের নাম প্রকাশ করেনি। শুধু আটটি কোর থাকার কথা জানিয়েছে। এটি ৮ জিবি + ২৫৬ জিবি সিঙ্গেল মেমরি কনফিগারেশনে উপলব্ধ।
ফোনের পিছনে ডুয়াল-ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে f/১.৯ অ্যাপারচার সহ ১০৮ মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর এবং পোর্ট্রেট শটের জন্য একটি ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর পাওয়া যাবে। ক্যামেরাটি ১০x ডিজিটাল জুম সমর্থন করে এবং মসৃণ ভিডিওর জন্য ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) অফার করে।
নাইট মোড, এআই-এনহ্যান্সড ফটোগ্রাফি এবং স্লো মোশন ক্যাপচার সহ একাধিক ফটোগ্রাফি মোড পাবেন। ফোনটির সামনে f/২.৪৫ অ্যাপারচার সহ একটি ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান, যা এআই বিউটি এনহ্যান্সমেন্ট এবং জেসচার ভিত্তিক ক্যাপচার সমর্থন করে। ফ্রন্ট ও ব্যাক উভয় ক্যামেরা সর্বোচ্চ ১৯২০x১০৮০ পিক্সেল রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে পারে।
হুয়াওয়ে হাই নোভা ১২জেড ৪৫০০ এমএএইচ ব্যাটারি সহযোগে এসেছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং ক্ষমতা প্রদান করে। ফোনটি প্রায় ৩৬ মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায় বলে দাবি করা হয়েছে। চীনে এই নয়া স্মার্টফোনের দাম ২,১৯৯ ইউয়ান রাখা হয়েছে যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৬,০০০ টাকা। এটি চীনের বাইরে লঞ্চ হবে কিনা তা এখনও জানা যায়নি।