বর্তমানে প্রথম সারির স্মার্টফোন সংস্থাগুলি তাদের নতুন ফ্ল্যাগশিপ মডেলের উপর কাজ করছে, এবং আইকিউ-ও এর ব্যতিক্রম নয়। ভিভোর এই সাব-ব্র্যান্ড এই বছরের চতুর্থ ত্রৈমাসিকে Snapdragon 8 Elite 2 প্রসেসর দিয়ে একটি প্রিমিয়াম ফোন লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে, যার নাম iQOO 15। বিগত বছরগুলিতে কোম্পানির ফ্ল্যাগশিপ সিরিজে বরাবরই দুটি মডেল এসেছে – স্ট্যান্ডার্ড ও প্রো। কিন্তু গত বছর প্রো ভার্সন ছাড়াই iQOO 13 প্রকাশ হয়েছে। তবে এই বছর বন্ধ হওয়া মডেলটির প্রত্যাবর্তন ঘটছে।
সূত্রের দাবি, iQOO 14 নম্বর বাদ দিয়ে সংস্থা তাদের পরবর্তী ফ্ল্যাগশিপের নাম iQOO 15 রাখতে পারে। কারণ কিছু এশিয়ান সংস্কৃতিতে 4 নম্বরটিকে অশুভ বলে মনে করা হয়। এই বছর iQOO 15 ও iQOO 15 Pro উভয়ই বাজারে আসবে বলে জানা গিয়েছে। এক চীনা টিপস্টার এখন প্রো মডেলটির প্রাথমিক ফিচার্স ফাঁস করেছেন। তিনিও iQOO 14 সিরিজকে iQOO 15 হিসাবেই উল্লেখ করেছেন।
iQOO 15 Pro: স্পেসিফিকেশন (সম্ভাব্য)
আইকিউ ১৫ প্রো স্মার্টফোনে ২K রেজোলিউশনের একটি ফ্ল্যাট ওলেড ডিসপ্লে প্যানেল থাকবে বলে দাবি করা হয়েছে, যা আই প্রোটেকশন ফিচার অফার করবে। নিরাপত্তার জন্য, ডিভাইসটিতে ৭,০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকবে। অর্থাৎ পাওয়ার ব্যাকআপ নিয়ে আর ভাবতে হবে না। ফোনটিতে একটি আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকার কথাও বলা হয়েছে।
আইকিউ ১৫ প্রো মডেলের ক্যামেরা সেটআপ কেমন হতে পারে তা এখনও বিশদে জানা যায়নি। তবে একটি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে দাবি করা হয়েছে। হাই-পারফরম্যান্সের জন্য ফোনে ফ্ল্যাগশিপ কোয়াকলম স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। এটি বছরের অন্তিম ত্রৈমাসিকে আত্মপ্রকাশ করবে।