জানুয়ারিতে ভারতে অভিষেকের পর চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে BYD Sealion 7। ইতিমধ্যেই গাড়ির দুনিয়ায় এই ইলেকট্রিক SUV চর্চার বিষয়ে পরিণত হয়েছে। এমনকি এখন বুকিং ১,০০০ টপকে গিয়েছে বলে ঘোষণা করেছে বিওয়াইডি। যা এমন প্রিমিয়াম গাড়ির জন্য বড় সাফল্য বলা চলে। কোম্পানি ৭ই মার্চ থেকে ডেলিভারি শুরু করবে বলে জানিয়েছে। প্রিমিয়াম ও পারফরম্যান্স ভেরিয়েন্টে পাওয়া যাবে এই গাড়ি। দাম ৪৮.৯০ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে।
BYD Sealion 7: ব্যাটারি ও পারফরম্যান্স
বিওয়াইডি সিলায়ন ৭ মডেলে ৮২.৫৬ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক স্ট্যান্ডার্ড হিসেবে রয়েছে। পারফরম্যান্স ট্রিমের ড্রাইভিং রেঞ্জ ৫৪২ কিমি, তবে প্রিমিয়াম ভেরিয়েন্টের ফুল চার্জে রেঞ্জ ৫৬৭ কিমি বলে দাবি করা হয়েছে। টপ-স্পেক মডেলটি ৫২৩ বিএইচপি এবং ৬৯০ এনএম টর্ক উৎপাদন করতে পারে। মাত্র ৪.৫ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার/ঘন্টা গতি তুলতে সক্ষম।
BYD Sealion 7: ফিচার্স ও সেফটি
বিওয়াইডি সিলায়ন ৭ অত্যাধুনিক ফিচার্সে ভর্তি। এতে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে সাপোর্ট সহ ১৫.৬-ইঞ্চি রোটেটিং টাচস্ক্রিন, ১০.২৫-ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ডুয়াল-জোন অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ফ্ল্যাট-বটম স্টিয়ারিং হুইল, প্যানোরামিক সানরুফ, ১২-স্পিকার অডিও সিস্টেম, হেড-আপ ডিসপ্লে সহ নানা আকর্ষণীয় বৈশিষ্ট্য পাওয়া যাবে।
গাড়ির সুরক্ষা ও নিরাপত্তার দিকেও সমান খেয়াল রেখেছে কোম্পানি। ১১টি এয়ারব্যাগ, ৩৬০ ডিগ্রি সারাউন্ড ভিউ ক্যামেরা এবং অ্যাডভ্যান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম (ADAS) স্যুটের অধীনে ব্লাইন্ড স্পট ডিটেকশন, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, ফরোয়ার্ড কলিশন ওয়ার্নিং, এবং অটোমেটিক এমার্জেন্সি ব্রেকিং ফিচার্স থাকছে।