Infinix Note 50 সিরিজ অপেক্ষার অবসান ঘটিয়ে ৩রা মার্চ লঞ্চ হতে চলেছ। এটি প্রায় ১ বছর পুরনো Infinix Note 40 লাইনআপকে রিপ্লেস করবে। সংস্থার ইন্দোনেশীয় শাখা তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছোট ভিডিও ক্লিপের মাধ্যমে নতুন ফোনগুলির প্রচার শুরু করেছে। ইতিমধ্যেই একটি মডেলের রিয়ার ক্যামেরা মডিউলের এক ঝলক দেখানো হয়েছে। আর এখন সম্ভাব্য Infinix Note 50 ও Note 50 Pro+ টিইউভি রাইনল্যান্ড সার্টিফিকেশন পেয়েছে বলে খবর সামনে এসেছে।
TUV সার্টিফিকেশন Infinix Note 50 ও Note 50 Pro+ সম্পর্কে যা প্রকাশ করল
৯১মোবাইলসের প্রতিবেদন অনুযায়ী, ইনফিনিক্সের দুটি নতুন স্মার্টফোন X6858 ও X6856 মডেল নম্বর সহ TUV Rheinland সার্টিফিকেশন পেয়েছে। যদিও লিস্টিংয়ে মার্কেটিং বা অফিসিয়াল নাম উল্লেখ করা হয়নি, তবে এগুলো Infinix Note 50 এবং Note 50 Pro+ বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য, পূর্বে X6858 ও X6856 মডেল নম্বরের এই দুই ফোন আমেরিকার FCC-এর ছাড়পত্র পেয়েছে।
টিউভি-র লিস্টিং অনুযায়ী, Infinix Note 50 (X6858) ফোনটিতে ৫,১০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যেখানে Note 50 Pro+ (X6856) মডেলটির ব্যাটারির ক্ষমতা ৫০৮০ এমএএইচ। তুলনাস্বরূপ, গত বছর লঞ্চ করা Infinix Note 40 5G এবং Note 40 Pro+ স্মার্টফোন দুটি যথাক্রমে ৫,০০০ এমএএইচ ও ৫,০৮০ এমএএইচ ব্যাটারি সেল অফার করে।
Infinix Note 50 সিরিজে DeepSeek R1 ইন্টিগ্রেশন
জিএসএমএরিনা জানিয়েছে যে Infinix Note 50 সিরিজে DeepSeek R1 ইন্টিগ্রেশন থাকবে। এই ডিপসিক R1 ইনফিনিক্সের ফোলাক্স ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাথে ইন্টিগ্রেট হবে। এটি অভ্যন্তরীণ সার্চ এবং ভয়েস কমান্ডগুলি ভালভাবে পরিচালনা করেছে এবং অনুরোধগুলি দ্রুত বুঝতে সক্ষম হচ্ছে বলে দাবি করা হয়েছে। এই ইন্টিগ্রেশন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য ২৬শে ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল ঘোষণা করা হবে।