অবশেষে ইলেকট্রিক মোটরসাইকেল আনছে Hero, লঞ্চের আগেই ডিজাইন ফাঁস হয়ে গেল

Hero MotoCorp ইতিমধ্যেই তাদের Vida ব্র্যান্ডের অধীনে ইলেকট্রিক স্কুটার ভারতে বিক্রি করছে। এবার সংস্থার লক্ষ্য ইলেকট্রিক বাইক। তাই দেশের বৃহত্তম এই টু-হুইলার কোম্পানি তাদের প্রথম ব্যাটারি পরিচালিত মোটরসাইকেলের ডিজাইন পেটেন্ট করছে। তবে এটি কোনও কমিউটার বা নেকেড স্ট্রিটফাইটার বাইক নয়, ছবি দেখে ইলেকট্রিক ডার্ট বাইক বলেই মনে হচ্ছে।

হিরোর ইলেকট্রিক ডার্ট বাইকের ডিজাইন ফাঁস

উল্লেখ্য, আমেরিকার বিখ্যাত প্রিমিয়াম ইলেকট্রিক মোটরসাইকেল প্রস্তুতকারী Zero Motorcycles-এ হিরোর বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে। দুই সংস্থা যৌথ উদ্যোগে ই-বাইক বানানোর খবরও সামনে এসেছিল। তাই ডার্ট বাইকটি সেই পরিকল্পনার অংশ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ভারতীয় বাজারে হিরোর দাপট ও বৈদ্যুতিক দু’চাকার গাড়ি বিভাগে জিরোর দক্ষতার মিশেলে তৈরি হওয়া পণ্যটি সাড়া ফেলতে পারে।

রোড-লিগ্যাল নাও হতে পারে

ফাঁস হওয়া সেই পেটেন্ট ছবিতে হারোর একটি সম্ভাব্য বৈদ্যুতিক ডার্ট বাইকের নকশা প্রকাশ হয়েছে। এটির বডিওয়ার্কে পাতলা গঠন, সরু আসন, লম্বা অবস্থান, হাই ফ্রন্ট ফেন্ডার, ট্রাডিশনাল সুইংআর্ম, ন্যূনতম সাইড প্যানেল, একটি টিউবুলার হ্যান্ডেলবার এবং প্লাস্টিকের লিভার গার্ড রয়েছে। যে সব ডিজাইন এলিমেন্ট চোখে পড়ছে তাতে একে রেসিং ট্র্যাকের জন্য উপযুক্ত হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে অনুমান। অর্থাৎ রোড-লিগ্যাল নাও হতে পারে।

hero electric dirt bike design leaked
Photo Credit – BikeWale

সামনে ব্যাটারি ও মিড-মাউন্ট মোটর রয়েছে

হিরোর ডার্ট বাইকের ডিজাইনে আরও কিছু বিষয় লক্ষ্য করা গিয়েছে। এর ব্যাটারিটি সামনের দিকে স্থাপন করা হয়েছে এবং মিড-মাউন্টেড মোটরটি চেইন ড্রাইভের মাধ্যমে শক্তি চাকয় পৌছে দেবে। সাসপেনশনের জন্য সামনে লং ট্রাভেল ফর্ক ও পিছনে মনোশক ইউনিট দেওয়া হয়েছে। চাকায় স্পোক রয়েছে এবং দুই প্রান্তে ডিস্ক ব্রেক বর্তমান। হিরোর এই বাইকটির শুধু ডিজাইন প্রকাশ হয়েছে, ফলে লঞ্চ হতে এখনও অনেক দেরি।