হাতে আর মাত্র চার দিন, বাজার কাঁপাতে AI ফিচার্সের সঙ্গে লঞ্চ হচ্ছে Tecno Camon 40

Tecno আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (MWC) একঝাঁক নতুন ডিভাইস প্রকাশ করতে চলেছে। কোম্পানি নিশ্চিত করেছে যে বার্সেলোনায় ওই ইভেন্টে Canon 40 স্মার্টফোন সিরিজ ও MegaBook S14 ল্যাপটপ উন্মোচন করবে। এছাড়াও, সেখানে টেকনো তাদের প্রথম AI গ্লাস বা চশমা প্রদর্শন করবে বলে জানিয়েছে।

Tecno Camon 40 সিরিজ উন্নত এআই ইমেজিং প্রযুক্তি এবং লেটেস্ট MediaTek Dimensity Ultimate প্রসেসরের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, MegaBook S14 ডিভাইসটি ১৪ ইঞ্চির OLED ডিসপ্লে যুক্ত সবচেয়ে হালকা ল্যাপটপ হতে চলেছে।Tecno AI Glass-এর দুটি মডেল আসতে পারে।

Tecno আনছে নতুন ফোন, ল্যাপটপ ও AI চশমা

টেকনো ঘোষণা করেছে যে তারা MWC 2025-এ Camon 40 সিরিজ, MegaBook S14 এবং একজোড়া AI চশমা সিরিজ প্রকাশ করবে। নতুন পণ্যগুলি ৪ মার্চ Tecno AI ইকোসিস্টেম প্রোডাক্ট লঞ্চ ইভেন্টে আত্মপ্রকাশ করবে। Camon 40 সিরিজে কতগুলি ফোন লঞ্চ হবে তা নিশ্চিত করেনি টেকনো, তবে সংস্থা দাবি করেছে যে নতুন লাইনআপটি AI সহ উন্নত বৈশিষ্ট্যের ক্ষেত্রে একটি নতুন বেঞ্চমার্ক স্থাপন করবে।

টেকনোর নতুন স্মার্টফোন লাইনআপ Camon 40, Camon 40 Pro 4G, Camon 40 Pro 5G, এবং Tecno Camon 40 Premier 5G মডেল আসতে পারে। এগুলি অত্যাধুনিক AI ইমেজিং প্রযুক্তির সাথে আসবে এবং ক্যামেরার জন্য আলাদা বাটন থাকবে। কোম্পানি ফোনগুলিতে মিডিয়াটেক ডাইমেনসিটি আলটিমেট প্রসেসর ব্যবহার করবে।

সবশেষে, Tecno MegaBook S14-তে থাকবে ১৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে ও একে বিশ্বের সবচেয়ে হালকা ১৪ ইঞ্চি ল্যাপটপ বলে দাবি করা হচ্ছে। টেকনোর প্রথম AI চশমাগুলি উন্নত ইমেজিং ক্ষমতা, একটি মসৃণ নকশা সহ AI ফাংশন সহ আসবে বলে নিশ্চিত করা হয়েছে।