প্রিমিয়াম স্মার্টফোনের ফিচার, ডিজাইন ও সামগ্রিক অভিজ্ঞতার সঙ্গে ওয়াকিবহাল হওয়ার জন্য আর ১.৫ লাখ টাকা খরচ করতে হবে না। অর্ধেক দামে পেয়ে যাবেন Samsung Galaxy S23 Ultra। এই সিরিজটি স্যামসাংয়ের সবথেকে প্রিমিয়াম এবং জনপ্রিয়। বর্তমানে, S25 সিরিজ বাজারে এসেছে, তবে S23 Ultra ফিচারের দিক দিয়ে কোনও অংশে কম যায় না। এতে রয়েছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা এবং হাই-এন্ড প্রসেসর।
দাম কমল Samsung Galaxy S23 Ultra মডেলের
Galaxy S23 সিরিজের টপ মডেল হল আলট্রা। এই ফোনের ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম এক ধাক্কায় অনেকটা কমেছে। ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon-এ Samsung Galaxy S23 Ultra মডেলের ২৫৬ জিবির আসল দাম ছিল ১,৪৯,৯৯৯ টাকা। তবে, ৪৭ শতাংশ দাম কমার পর, বর্তমান মূল্য ৭৮,৯৯৯ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ, ফ্ল্যাট ডিসকাউন্ট অফারে আপনি সরাসরি ৭১ হাজার টাকা সাশ্রয় করতে পারবেন।
এর সঙ্গে রয়েছে ক্যাশব্যাক অফার। ২,৩৬৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। এছাড়া নির্বাচিত ব্যাংক কার্ডগুলিতে অতিরিক্ত ২০০০ টাকা ছাড় পেতে পারেন।
রয়েছে এক্সচেঞ্জ বোনাসও। পুরানো স্মার্টফোন বিনিময় করে ২২,৮০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
Samsung Galaxy S23 Ultra : স্পেসিফিকেশন ও ফিচার
এই ফোনে প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির সঙ্গে রয়েছে আইপি ৬৮ জল এবং ধুলো প্রতিরোধী অ্যালুমিনিয়াম ফ্রেম। ডিসপ্লে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, HDR10+ এবং ১৭৫০ নিট ব্রাইটনেস সহ ৬.৮ ইঞ্চি ডায়নামিক AMOLED 2X।
পারফরম্যান্সের জন্য পাবেন Snapdragon ৮ জেন ২ প্রসেসর। স্টোরেজের ক্ষেত্রে ১২ জিবি RAM এবং 1 TB পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে। ক্যামেরা আছে ২০০ মেগাপিক্সেল + ১০ মেগাপিক্সেল + ১০ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল কোয়াড-ক্যামেরা সেটআপ।
সেলফি এবং ভিডিয়ো কলের জন্য উপস্থিত ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ডিভাইসে ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।